Dr. Neem on Daraz
Victory Day

মঙ্গলবার থেকে জবির ছাত্রী হলে গ্যাস সংযোগের আশ্বাস প্রভোস্টের


আগামী নিউজ | বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জবি প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২২, ০৩:২০ পিএম
মঙ্গলবার থেকে জবির ছাত্রী হলে গ্যাস সংযোগের আশ্বাস প্রভোস্টের

ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয় ফায়ার সার্ভিসের মহড়া। মেয়েদের আগুন নেভানোর কৌশল শেখানোর জন্য প্রশাসন থেকে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উক্ত মহড়ায় আগুনের ধরণ এবং নেভানোর বিভিন্ন কৌশল, করণীয় ইত্যাদি সম্পর্কে বিশদ আলোচনা হয়। অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার শেখানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ছাত্রীদের সচেতন করার জন্য এবং আগুন নিয়ন্ত্রণ শেখানোর জন্য প্রশাসন এই উদ্যােগ গ্রহণ করেছে।

হল প্রভোস্ট অধ্যাপক ড শামীমা বেগমের সাথে কথা বলে জানা যায়, হলের সুরক্ষার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং সমস্যাজনিত চুলা গুলো বাতিল করে নতুন চুলা অর্ডার করা হয়েছে। সমস্ত প্রক্রিয়া শেষ করে মঙ্গলবারের মধ্যে সব রান্নাঘরে গ্যাস সংযোগ প্রদান করার চেষ্টা চালানো হচ্ছে।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর রাত ১০ টার দিকে হলের রান্নাঘরে আগুনের উৎপত্তি নিয়ে বেশ হইচই পড়ে যায়। ছাত্রীরা ঘাবড়ে ছুটোছুটি শুরু করে। যার পরিপ্রেক্ষিতে সেদিন থেকেই সব রান্নাঘরের গ্যাস সংযোগ বন্ধ রয়েছে।

কাজী তাসনিম/এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে