Dr. Neem on Daraz
Victory Day

পবিপ্রবিতে স্নাতক ১ম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত


আগামী নিউজ | বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, পবিপ্রবি প্রকাশিত: জুলাই ৩০, ২০২২, ০৩:৩৬ পিএম
পবিপ্রবিতে স্নাতক ১ম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

পটুয়াখালীঃ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে একযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার পবিপ্রবির মূল ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আজকের পরীক্ষা। জনসংযোগ ও প্রকাশনা বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তির তথ্য মতে, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উপস্থিতিও ছিলো সন্তোষজনক। পবিপ্রবি কেন্দ্রে প্রায় ৯৬ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত স্নাতক ১ম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষা শুরু হলে পরীক্ষার হলসমূহ পরিদর্শন করেন পবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।

এ সময় তিনি বলেন, পরীক্ষায় কোনো প্রকার বিঘ্ন ঘটেনি। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক এবং কর্মচারীবৃন্দের সহযোগিতায় ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালিত হয়েছে।

উল্লেখ্য, আগামী ১৩ আগষ্ট  ‘বি’ ইউনিট এবং২৭ আগষ্ট ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

সাব্বির হোসেন/এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে