Dr. Neem on Daraz
Victory Day

সিকৃবিতে এখনও ১১ আসন শূন্য


আগামী নিউজ | সিকৃবি প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২২, ১২:০৮ পিএম
সিকৃবিতে এখনও ১১ আসন শূন্য

ছবিঃ আগামী নিউজ

সিলেটঃ ১ম বর্ষ স্নাতক শ্রেণীতে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে গুচ্ছ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) দ্বিতীয় ধাপের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে এ মাসের ৬ তারিখে। দ্বিতীয় ধাপের মাইগ্রেশন ও ভর্তির পর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি আসনের বিপরীতে ৪ টি শূন্য আসন ছিল। তৃতীয় ধাপে ভর্তি বাতিলের পর ৭ টি ও পূর্বের ৪ টি শূন্য আসন সহ এখন মোট ১১ টি আসন শূন্য রয়েছে।

সিকৃবি ডিন কাউন্সিল ও ভর্তি পরীক্ষা কমিটি-২০২১ এর আহ্বায়ক প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুন জানান, কৃষি অনুষদে ২ জন, ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদে ১ জন, মাৎস্যবিজ্ঞান অনুষদে ১ জন, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ১ জন, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে ১ জন এবং বায়োটেকনোলজি ও জেনেটিক ইন্জিনিয়ারিং অনুষদে ১ জন সহ মোট ৭ জন ভর্তি বাতিল করেছে। কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ৩ টি এবং কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে ১ টি আসন শূন্য ছিল। ভর্তি বাতিলের পর সব মিলিয়ে এখন মোট ১১ টি আসন শূন্য রয়েছে।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে কবে নাগাদ ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন হবে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, মার্চ মাসের প্রথম সপ্তাহে ওরিয়েন্টেশন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

নির্দেশনা অনুযায়ী শূন্য আসনের বিপরীতে নির্বাচিত প্রার্থীদেরকে ১৮-২২ ফেব্রুয়ারীর মধ্যে ভর্তি ফি এর প্রথম অংশ অনলাইনে জমা দিয়ে ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করতে হবে।

এর পর অপেক্ষমান তালিকা হতে আগ্রহী প্রার্থীদের চূড়ান্তভাবে প্রাপ্ত অনুষদ/ বিষয় ও বিশ্ববিদ্যালয়ের নামসহ তালিকা প্রকাশিত হবে ২৩ ফেব্রুয়ারী।

এছাড়াও ভর্তি নির্দেশনা অনুযায়ী ২৭ ফেব্রুয়ারিতে অপেক্ষমান তালিকা হতে নির্বাচিত প্রার্থীদেরকে স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে প্রযোজ্য ভর্তি ফির সাথে পূর্বে জমাকৃত ফি সমন্বয় করে এবং মূল ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র ও কোটা ডকুমেন্টস জমা দিয়ে চুড়ান্তভাবে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

উল্লেখ্য, অপেক্ষমান তালিকা থেকে ভর্তি ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের ভর্তি হওয়ার পর উক্ত বিশ্ববিদ্যালয় ব্যতীত কেন্দ্রীয়ভাবে বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশনের কোন সুযোগ থাকবে না। এছাড়াও তৃতীয় ধাপের ভর্তি শেষে শূন্য আসন সাপেক্ষে পরবর্তী নির্দেশনা পর্যন্ত শিক্ষার্থীদের অপেক্ষা করতে হবে।

আগামীনিউজ/এমবুইউ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে