Dr. Neem on Daraz
Victory Day

শৈশবের স্মৃতি


আগামী নিউজ | মকিবুল মিয়া প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২২, ০৯:৩৬ এএম
শৈশবের স্মৃতি

গ্রামের সবুজ আঙ্গিনায় জন্ম আমার
তরুলতায় ঘেরা চারপাশ গ্রামটা মোদের 
সবুজ ঘাসেতে ভরা বাড়ির আঙ্গিনা, মাঠ-ঘাট
দেখতে লাগে অপরূপ সৌন্দর্যের মায়াখানা।

গ্রাম বাংলার রূপ দেখে ভরে না এ মন
গ্রামের মায়া মমতায় আচ্ছন্ন আমার হৃদয় 
সবুজের মায়াজালে পড়ে আছি আজও
হাজার বছর থাকবে অটুট গ্রাম-বাংলার প্রেম।

চন্দনা নদীর পাড়ে এ গ্রাম, রূপ উজ্জ্বলে ঘেরা
পাশে মোদের কুমার পাড়া চলছে শিল্পের কাজ
মেঘ বৃষ্টি ঝরের মধ্যে ছুটছে কৃষক মাঠের দিকে
মাছ ধরতে ব্যস্ত জেলে, কৃষক ফলাতে ফসল । 

ছোট একটি দিঘি আছে এই গ্রামেরও পাশে 
সেথায় সবাই সাঁতার কাটে সকাল,বিকেল, সাঁঝে!
এই গ্রামেতেই জড়িয়ে আছে আমার রঙ্গিন শৈশব জানি কখনো পাবো না ফিরে হারানো দিন ঐসব।

 

মকিবুল মিয়া

শিক্ষার্থী
সরকারি বাঙলা কলেজ ঢাকা।

 

আগামীনিউজ/এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে