Dr. Neem on Daraz
Victory Day

জবিতে পালিত হবে স্বরস্বতী পূজা


আগামী নিউজ | জবি প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২২, ০৮:৪৬ এএম
জবিতে পালিত হবে স্বরস্বতী পূজা

ঢাকাঃ করোনার মহামারীর কারণে এবার কেন্দ্রীয়ভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়c (জবি) অনুষ্ঠিত হবে স্বরস্বতী পূজা। পূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট বাজেটের প্রস্তাব দিয়েছে সনাতন ধর্মালম্বী শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. অরুণ কুমার গোস্বামী। তিনি বলেন, পূজা সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পূজা নিয়ে আমরা একটি বাজেটও বিশ্ববিদ্যালয়ের কাছে দিয়েছি।’

বিগত কয়েক বছর ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩৬টি বিভাগ ও দুটি ইনস্টিটিউটে আলাদাভাবে সরস্বতী পূজা উদযাপন করা হলেও করোনার প্রাদুর্ভাবের কারণে এবার কেন্দ্রীয়ভাবে পূজার আয়োজন করা হয়েছেন।

পূজা উপলক্ষে জবিতে স্বরস্বতী পূজা উদযাপন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মিথুন বাড়ৈ আহ্বায়ক এবং সজীব বৈদ্য, জয় শর্মা, সৌরভ দাস, সবুজ সরকার ও অভিজিৎ বিশ্বাস যুগ্ম-আহবায়ক হিসেবে আছেন। 

এছাড়াও সদস্য হিসেবে আছেম মৈত্রী বাড়ৈ, সুমিত দত্ত, সৌরভ ঘোষ, সম্পদ হালদার, শুভ পাল, অন্তি সাহা, পিয়াল দাস অনুপ, শিমু তালুকদার, পারিজাত বিশ্বাস, সুচন্দা রাণী দেব, সুবর্ণা সাহা, পর্না নন্দী, আদীপ্ত শর্মা ও গোপাল রায়।

এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, ‘সুন্দরভাবে স্বাস্থ্যবিধি মেনেই সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে।

আগামীনিউজ/বুরহান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে