ঢাকাঃ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-তে পূর্ব-প্রতিশ্রুত গবেষণার মানোয়ন্নয়নের নিমিত্তে নতুন সফটওয়্যার ও কেমিক্যল গবেষণা ল্যাব উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২২ জানুয়ারি) গ্রীন রোড ক্যাম্পাসে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, এমপি সিএসই, ইইই এবং রসায়ন বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রস্তুতকৃত এ নতুন গবেষণা সফটওয়্যার ও কেমিক্যাল ল্যাব উদ্বোধন করেন এবং পরিদর্শন করেন।
এসময় ডিআইইউ ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান ছাড়াও আরও উপস্থিত ছিলেন সিএসই, ইইই এবং রসায়ন বিভাগের বিভাগীয় প্রধানগণ এবং শওকত আলী, জয়েন্ট ডিরেক্টর অফ ডিআইইউ (বিওটি)।
সফটওয়্যার গবেষণা ল্যাব পরিদর্শন ও উদ্বোধনকালে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, 'আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া শুরু করেছি। প্রতিশ্রুতির কিছুদিনের মধ্যেই কালক্ষেপণ না করে আজকের এই সফটওয়্যার ল্যাব উদ্বোধনই তার প্রমাণ।
আমরা আমাদের শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে আরও গবেষণা সমৃদ্ধ ও জীবন্ত করবার উদ্যেশ্যে এবং ডিআইইউ আন্তজার্তিক মানের বিশ্ববিদ্যালয়ে উন্নীত করে তুলতে বদ্ধ পরিকর!'
তিনি আরও বলেন, বলার অপেক্ষাই রাখে না যে তথ্য প্রযুক্তির এই যুগে কম্পিউটার সফটওয়্যার ও প্রতিষ্ঠা জীবন মান আধুনিকীকরণে কতটা সহায়ক ভূমিকা পালন করে। তাই আমরাও প্রয়োজনীয় গবেষণার মধ্য দিয়ে শিক্ষার্থীদের তাত্বিক ও ব্যাবহারিক জ্ঞান বৃদ্ধির জন্য নতুন ল্যাব প্রতিষ্ঠা করলাম।'
আগামীনিউজ/বুরহান