Dr. Neem on Daraz
Victory Day

নতুন বছরে হাবিপ্রবির পরিবহন পুলে যোগ হচ্ছে দুটি দ্বিতল বিআরটিসি বাস


আগামী নিউজ | হাবিপ্রবি প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১, ২০২২, ১০:৪৯ পিএম
নতুন বছরে হাবিপ্রবির পরিবহন পুলে যোগ হচ্ছে দুটি দ্বিতল বিআরটিসি বাস

ছবিঃ আগামীনিউজ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীদের যাতায়েত ভোগান্তি কমাতে অবশেষে রবিবার (২রা জানুয়ারি) যুক্ত হতে যাচ্ছে বিআরটিসির দুটি দ্বিতল বাস।

শনিবার হাবিপ্রবির পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. মোঃ খালেদ হোসেন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, "এ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ছাত্র-ছাত্রীদের পরিবহনের জন্য বিআরটিসির ০২(দুই) টি দ্বিতল বাস আগামী ০২/০১/২০২২ খ্রীঃ  তারিখ দুপুর ১ টা থেকে নিয়মিত ভাবে ক্যাম্পাস হতে যাতায়াত করবে "।

পরিবহন শাখার পরিচালক আরো জানান, " রবিবার ( ২রা জানুয়ারি)  দুপুর সাড়ে ১২ টায় হাবিপ্রবির উপাচার্য বাস দুইটির উদ্ধোধন করবেন। মূলত আমরা হাবিপ্রবির বাসের সাথে বিআরটিসির বাসের সমন্বয় করে বাসের ট্রিপ নির্ধারণ করবো। যাতে শিক্ষার্থীদের ভোগান্তি কমে আসে "।

এদিকে বিআরটিসির বাস সংযোজনের খবর ছড়িয়ে পরায় উচ্ছ্বাস প্রকাশ করে হাবিপ্রবি পড়ুয়া সাধারণ শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীদের একাংশের দাবি ১০  মাইল রুটে বাস সার্ভিস চালু করার।

উল্লেখ্য যে, হাবিপ্রবির সদ্য সাবেক পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. মোঃ মফিজউল ইসলাম শিক্ষার্থীদের ভোগান্তি নিরসন করার লক্ষ্যে বিআরটিসির বাসের ট্রিপ হাবিপ্রবির পরিবহন পুলে যুক্ত করার জন্য ২০২০ সালে উদ্যোগ নেন। কিন্তু করোনা মহামারির কারণে বিষয়টি পরে আর আলোর মুখ দেখে নি । বর্তমানে শিক্ষার্থীদের জন্য প্রায় ১৫ টি বাস নির্ধারিত সময় ব্যবধানে চলাচল করছে।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে