বাঙালির যুদ্ধজয়ের উচ্ছ্বাস আর আত্মপরিচয় পাওয়ার আজ সেই ১৬ই ডিসেম্বর। মহান বিজয় দিবস। এই দিনে বিশ্ব মানচিত্রে জন্ম নেয় নতুন একটি দেশ বাংলাদেশ। যার পেছনে রয়েছে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ।
মহান বিজয় দিবস-২০২১, মুজিববর্ষের সমাপনী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে যথাযোগ্য মর্যদায় জাতির বীর শহীদ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভিসি অধ্যাপক ড. হাসিবুর রশীদ।
বৃহস্পতিবার(১৬ ডিসেম্বর) সকাল ৯টা ২০মিনিটে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারকে এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তিনি। এর আগে সকাল ৯টায় প্রশাসনিক ভবন প্রাঙ্গণে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়।
পরে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ, দপ্তর, আবাসিক হল, শিক্ষক সমিতি, সাংবাদিক সমিতি, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী ইউনিয়নসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
আগামীনিউজ/ হাসান