Dr. Neem on Daraz
Victory Day

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ব্যবসায় শিক্ষা অনুষদ


আগামী নিউজ | হাবিপ্রবি প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২১, ০৩:০৩ পিএম
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ব্যবসায় শিক্ষা অনুষদ

ছবি: আগামী নিউজ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ছাত্রদের জন্য 'স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ক্রিকেট টুর্নামেন্ট' এর ফাইনাল ম্যাচে বিজ্ঞান অনুষদকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্যবসায় শিক্ষা অনুষদ।

বুধবার (১৫ ডিসেম্বর)সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে (স্কুল মাঠ) টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

খেলায় বিজ্ঞান অনুষদ ১০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৪ রান করে। এরপর ১০৫ রান তাড়া করতে নেমে ৭ উইকেট হাতে রেখেই বিজ্ঞান অনুষদকে হারিয়ে বিজয়ী হয় ব্যবসায় শিক্ষা অনুষদ। ফাইনাল ম্যাচে অর্ধশতক করে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছে ব্যবসায় শিক্ষা অনুষদের আব্দুল্লাহ আল মারুফ।

বিজয়ী দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক মো: কুতুবউদ্দিন এবং অনুষদীয় শিক্ষকবৃন্দ।

এর আগে ছেলেদের ক্রিকেট টুর্নামেন্টেের উদ্ভোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান বলেন, ‘হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিজয়ের মাসে নানা ধরণের কর্মসূচি হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের মেধা মনন তথা মানুষিক বিকাশের ক্ষেত্রে খেলাধুলার কোন বিকল্প নেই। এ ধরণের আয়োজন গুলো সফলভাবে শেষ করতে পারলে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল হবে। এক্ষেত্রে আমি শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সকলের সহযোগিতা কামনা করছি।’

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে