Dr. Neem on Daraz
Victory Day

জাবির ‘সি’ ইউনিটে পাশের হার ৬২ শতাংশ


আগামী নিউজ | জাবি প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১, ০৬:৪১ পিএম
জাবির ‘সি’ ইউনিটে পাশের হার ৬২ শতাংশ

ছবি: আগামী নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষার কলা ও মানবিকী অনুষদের (‘সি’ ইউনিট) ফল প্রকাশ করা হয়েছে।

পরীক্ষায় ৩৭৪টি আসনের বিপরীতে মোট ৪০ হাজার ৮৬৮ জন আবেদন করলেও পরীকায় অংশগ্রহণ করেন ২৫ হাজার ১৪৩ শিক্ষার্থী। যাদের মধ্যে পাশ করেন ১৫ হাজার ৬৭৭ জন। সে হিসেবে ৬২.৩৫ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে।

রবিবার (২১ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট juniv-admission.org এ বিস্তারিত ফলাফল প্রকাশ করা হয়। এতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।

এ বছর বিজ্ঞান বিভাগ থেকে সর্বোচ্চ ৮৫.৬০ পেয়ে ছেলেদের মধ্যে মুবাশ্বির আহমেদ ফুয়াদ আর ৮১.০০ পেয়ে নওশিন শারমিন মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন।

মানবিক বিভাগ থেকে সর্বোচ্চ ৮৯.৯৫ পেয়ে ছেলেদের মধ্যে মো. রাসেল আর ৭৮.৮৯ পেয়ে উম্মে হাবিবা মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন।

ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে সর্বোচ্চ ৭৬.৮৮ পেয়ে ছেলেদের মধ্যে মেহেদি হাসান আশিক আর ৭৬.৭১ পেয়ে শাহনাজ আজমী মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন।

প্রতি বছর ইংরেজি বিভাগের জন্য আলাদা মেধা তালিকা প্রকাশ করা হয়ে থাকলেও এবার প্রত্নতত্ত্ব বিভাগে ভর্তির জন্য আলাদা ভাবে মেধাক্রম প্রকাশ করা হয়েছে।

ইংরেজি বিভাগ ছেলেদের মধ্যে মুবাশ্বির আহমেদ ও মেয়েদের মধ্যে নওশিন শারমিন প্রথম হয়েছে। প্রত্নতত্ত্ব বিভাগে ছেলেদের মধ্যে মো. রাসেল ও মেয়েদের মধ্যে নওশীন শারমিন প্রথম হয়েছে।

‘সি’ ইউনিটের ফলাফলে মোট আসনের বিপরীতে ১০ গুণ পরীক্ষার্থীর মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে