জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) গুচ্ছ পদ্ধতিতে ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ অক্টোবর) বেলা ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনে 'ক' ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হয় ভর্তি পরীক্ষা। সারাদেশের ২৮টি কেন্দ্রে মোট ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়কে নিয়ে প্রথমবারের মত আয়োজিত হয় এই গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা।
ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মোট ৭ হাজার ৬৮৮ জনের মধ্যে উপস্থিত ছিলেন ৬ হাজার ৯১৪ জন পরীক্ষার্থী। সর্বমোট ৭১৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
উপাচার্য প্রফেসর ড এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলে, “এখনো পর্যন্ত আমরা সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। আশা করি নির্বিঘ্ন ভাবে সব ইউনিটের পরীক্ষা শেষ করতে পারবো।”
আগামীনিউজ/ হাসান