ছবি: আগামী নিউজ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নোয়াখালী ছাত্রকল্যাণ পরিষদের ২০২১-২২ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) গণিত বিভাগের ১১ তম ব্যাচের শিক্ষার্থী মোঃ কামরুল হাসানকে সভাপতি এবং লোক প্রশাসন বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী মোঃ মাহবুবুর রহমানকে সাধারণ সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়।
৪৯ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মঞ্জুরুল ইসলাম, মোঃ আজাদ, হাবিবুর রহমানসহ মোট ১২ জন।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে হান্নান রহিম, আহমেদ ইউসুফ আকাশ ও রাসেল খানসহ মোট ১০ জন।
সাংগঠনিক সম্পাদক পদে হোসনে মোবারক, জাবের এলাহি সহ মোট পাঁচজন। প্রচার সম্পাদক পদে যোবায়ের আহমেদ, অর্থ সম্পাদক পদে মেহেদী হাসান তানিম, দপ্তর সম্পাদক- জহির উদ্দিন , ছাত্রী বিষয়ক সম্পাদক আতেফা লিয়া, আইসিটি বিষয়ক সম্পাদক অর্পিতা সাহা ক্রীড়া সম্পাদক -আবদুল হাকিম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান, আইন বিষয়ক সম্পাদক নাজমুল হৃদয়সহ মোট ১২ জনকে কার্যকরী সদস্য করে এ কমিটি ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, নতুন কমিটি আগামী ১বছরের জন্য সাংগঠনিক দায়িত্ব পালন করবে।
আগামীনিউজ/ হাসান