ঢাকাঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ত্রিশাল মুক্ত দিবস পালিত হয়েছে। শনিবার (৯ডিসেম্বর) সকাল ১১টায় জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।
দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
কর্মসূচির অংশ হিসেবে জাতীয় পতাকা উত্তোলন শেষে বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন প্রদক্ষিন করে। এসময় বঙ্গবন্ধু ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পন ও চির উন্নত মম শির স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য ড. সৌমিত্র শেখর, কোষাধ্যক্ষ ড. আতাউর রহমান, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও কর্মকর্তা-কর্মচারী পরিষদের সদস্যবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে বক্তব্য রাখেন উপাচার্য ড. সৌমিত্র শেখর ও কোষাধ্যক্ষ ড.আতাউর রহমান।
উপাচার্য তার বক্তব্যে মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন, এসময় তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ত্রিশালের বীর সন্তানদের কথা বিশেষভাবে উল্লেখ করেন।
নাঈম আজাদ/এমআইসি