Dr. Neem on Daraz
Victory Day

জবির নতুন ছাত্রকল্যাণ পরিচালক ড. আল-আমীন


আগামী নিউজ | জবি প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৩, ০৫:১৮ পিএম
জবির নতুন ছাত্রকল্যাণ পরিচালক ড. আল-আমীন

ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নতুন ছাত্রকল্যাণ পরিচালক নিযুক্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. জি. এম. আল-আমীনকে এ দায়িত্ব দেয়া হয়েছে। আগামী দুই বছরের জন্য তিনি এ দায়িত্বভার পেয়েছেন।

 

বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এ ব্যাপারে একটি অফিস আদেশও জারি করা হয়েছে বলে জানান তিনি।

 

রেজিস্ট্রার ওহিদুজ্জামান জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ এর প্রথম সংবিধির ১৪(১) ধারা অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী দুই বছরের জন্য পরিচালক (ছাত্রকল্যাণ) পদে উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. জি. এম. আল-আমীনকে হিসেবে নিযুক্ত করা হলো।

 

তিনি আরও জানান, দায়িত্ব পালনকালে তিনি বিধি মোতাবেক ভাতাদি ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। এ আদেশ যোগদানের তারিখ হতে কার্যকর হবে।

 

দায়িত্ব পাওয়ার পর ড. জি. এম. আল-আমীন বলেন, উপাচার্যের নির্দেশক্রমে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ও ছাত্রছাত্রীদের কল্যাণে কাজ করে যেতে চাই। ছাত্রকল্যাণ পরিচালক শিক্ষার্থীদের জন্য কাজ করার জন্য একটি দায়িত্ব। আমার জায়গা থেকে শিক্ষার্থীদের জন্য যতটুকু কাজ করা যায় করবো। সেক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কাম্য।

 

এর আগে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম দ্বিতীয় মেয়াদে ছাত্রকল্যাণের দায়িত্ব দেয়া হয়। তিনি দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করলে তার নিয়োগটি বাতিল করা হয়। এরপর থেকে প্রায় দেড় মাস ছাত্রকল্যাণ পরিচালক পদ খালি ছিলো।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে