Dr. Neem on Daraz
Victory Day

পবিপ্রবি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে জিসান ও তাওহীদ


আগামী নিউজ | পবিপ্রবি প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৩, ০৮:৪৯ পিএম
পবিপ্রবি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে জিসান ও তাওহীদ

পটুয়াখালীঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ডিবেটিং সোসাইটির ২০২৩-২৪ এর কার্যনির্বাহী কমিটির  সভাপতির দায়িত্ব পেয়েছেন ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থী  তানজিদ হাসান জিসান  ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন একই অনুষদের শিক্ষার্থী মো: তাওহীদুর রহমান। 

 

 

২৫ অক্টোবর  (বুধবার)  সদ্য সাবেক সভাপতি রেজওয়ান হিমল  স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১০ সদস্যবিশিষ্ট পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ডিবেটিং সোসাইটির ২০২৩-২৪ এর কার্যনির্বাহী কমিটি প্রকাশ করেছে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ডিবেটিং সোসাইটির যুক্তিশীল শিক্ষার্থীদের সংগঠন। 

 

 

ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে পবিপ্রবি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মো: তাওহীদুর রহমান বলেন, অনেকদিন পর পবিপ্রবি ডিবেটিং সোসাইটির কমিটি হলো। আমরা ক্লাবকে সক্রিয় রাখার জন্য এবং ভাল বিতার্কিক বের করে আনার লক্ষ্যে কাজ করে যাবো।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে