Dr. Neem on Daraz
Victory Day

নোবিপ্রবিতে চলো পাল্টাই ফাউন্ডেশনের নেতৃত্বে মোবাশ্বার-মাহমুদ


আগামী নিউজ | বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, নোবিপ্রবি প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৩, ০২:১২ পিএম
নোবিপ্রবিতে চলো পাল্টাই ফাউন্ডেশনের নেতৃত্বে মোবাশ্বার-মাহমুদ

নোয়াখালীঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন চলো পাল্টাই ফাউন্ডেশনের চতুর্থ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছে ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এইচ.এম.মোবাশ্বার ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে বিএমবি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইব্রাহীম আল মাহমুদ।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সংগঠনটির উপদেষ্টা ও সাবেক নেতৃবৃন্দের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

সংগঠন সূত্রে জানা যায়, কমিটির অন্যান্য পদে রয়েছে সহ -সভাপতি ফাতেমা ইসরাত ইতু, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাতুন নূর সায়মা, কমিউনিকেশন সেক্রেটারি নাজিফা নাওয়াল নিজাম, ডেপুটি কমিউনিকেশন সেক্রেটারি সাকিব আল হাসান ও  সাদিয়া আফরিন মীম, পাবলিকেশন সেক্রেটারি আফিয়া ফাহমিদা, ডেপুটি সেক্রেটারি অফ পাবলিকেশন মাইশান শাওন ও নুসরাত জাহান নিশাত, শিক্ষা বিষয়ক সম্পাদক দেওয়ান মোহাম্মদ মোজাম্মেল, সহকারী শিক্ষা বিষয়ক সম্পাদক মোরশেদা আক্তার ও ফায়জুর রহমান ফয়সাল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহরিয়ার হোসেন তানভীর, সহকারী স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস ইরা ও মাইদা আক্তার শিমু।

এছাড়াও সমাজ সচেতনতা বিষয়ক সম্পাদক সায়মা তানজীম, সহকারী সমাজ সচেতনতা বিষয়ক সম্পাদক আজিজুল হাকিম নিলয় ও সামিয়া রহমান শিমু, বঞ্চিত শিশু বিষয়ক সম্পাদক সাইফুল অনি, সহকারী বঞ্চিত শিশু বিষয়ক সম্পাদক মিথিলা নেওয়াজ ও আরাফাতুন নূর খানম, দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক সাজ্জাদুল কিবরিয়া, সহকারী দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক নুসরাত কাশেম ও  মুশফিকুর রহমান, পরিবেশ বিষয়ক সম্পাদক জয়া রানী দে, সহকারী পরিবেশ বিষয়ক সম্পাদক ফারজানা ইসলাম তুলি ও   জান্নাতুল মাওয়া অরিণ।

সভাপতি এইচ.এম.মোবাশ্বার বলেন, স্কুল-কলেজ জীবন থেকেই সামাজিক স্বেচ্ছাসেবক সংগঠনগুলোর সাথে কাজ করে এসেছি, নিজেকে একজন স্বেচ্ছাসেবক হিসেবে পরিচয় দেওয়া সবসময়ই গর্বের। বিশ্ববিদ্যালয়ে চলো পাল্টাই ফাউন্ডেশন নোবিপ্রবি এমনই একটি সংগঠন যার মাধ্যমে অসহায় মানুষদের কাছে যাওয়া যায়। মানুষের জন্য যখন কাজ করা, শীতবস্ত্র বিতরণ, মশারি বিতরণ, কিংবা শিশুদের সঙ্গে কাজ করা, চিত্রাঙ্কন, কুইজ, স্কুলে ক্লাস নেওয়া, এখানে যে সন্তুষ্টিটা পাওয়া যায়, তা অন্য কোথাও মেলে না। তৃপ্তি, ভালোলাগা সবকিছুই এই সংগঠন এবং এর মানুষকে ঘিরেই। আমাদের অগ্রজরা যেভাবে নিরন্তর ভাবে কাজ করে গেছেন, আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, তার ধারা যেন বজায় রাখতে পারি।

সাধারণ সম্পাদক ইব্রাহীম আল মাহমুদ বলেন,
মানব কল্যাণে কাজ করার ইচ্ছা ছাত্র জীবনের শুরু থেকেই। সেই ধারাবাহিকতায় স্নাতক প্রথম বর্ষেই যুক্ত হয়েছিলাম চলো পাল্টাই ফাউন্ডেশনে। আমি নগণ্য মানুষ, বড় দায়িত্ব অর্পিত হয়েছে। অর্পিত দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অগ্রজদের প্রতি, যাদের হাত ধরে আমাদের পথচলা। বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ফয়সাল ভাই, নুরুল ভাই, জামান ভাই সহ সকল সহ-প্রতিষ্ঠাতাদের প্রতি। নতুন কমিটির সকলকে অভিনন্দন। আশারাখি সকলে নিজেদের শ্রম, জ্ঞান, সময় দিয়ে মানবকল্যাণে অনন্য অবদান রাখবে।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে