Dr. Neem on Daraz
Victory Day

পবিপ্রবিতে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় বহিষ্কার ১


আগামী নিউজ | পবিপ্রবি প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৫, ২০২৩, ০৭:২৫ পিএম
পবিপ্রবিতে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় বহিষ্কার ১

পটুয়াখালীঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)  কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।


৫ আগস্ট (শনিবার)  অনুষ্ঠিত পরীক্ষায় যশোর জেলার মনিহার থেকে আগত রাকিবুল আহম্মেদ নামের  পরীক্ষার্থী প্যান্টের অভ্যন্তরীণ পকেটে মোবাইল নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করে। হলের নিরাপত্তায় থাকা সহযোগী অধ্যাপক মোঃ আতিকুর রহমান বহিষ্কৃত ছাত্রকে মোবাইল ফোন
ব্যবহার করে প্রশ্নের সমাধান করতে থাকা অবস্থায় হাতেনাতে ধরেন এবং সাময়িক বহিষ্কার করেন।  তিনি বলেন, ইউজিসির নিয়ম অনুসারে পরিক্ষায় অসদুপায় অবলম্বন করলে তাকে বহিষ্কারের নির্দেশ রয়েছে। তাছাড়া অন্য কোন শাস্তির কথা উল্লেখ না থাকায় তাকে বহিষ্কার করা হয়েছে। তাঁর পেশকৃত রিপোর্ট থেকে জানা যায়,  মেসেনজার পরীক্ষার প্রশ্ন  খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর একজন শিক্ষকের কাছে প্রেরণ করে। সেই শিক্ষক ভিডিও ক্লিপের মাধ্যমে উত্তর পাঠাতে থাকে এবং বহিষ্কৃত পরীক্ষার্থী ব্লুটুথ ইয়ারফোন ব্যবহার করে পরীক্ষা দিতে থাকে।
ভর্তি পরিক্ষা উপলক্ষে পবিপ্রবি থেকে গঠিত কমিটির আহ্বায়ক  অধ্যাপক ফজলুল হক বলেন, বিশ্বিবদ্যালয়ের প্রক্টর এবং অন্যান্যদের উপস্থিতিতে ঐ পরিক্ষার্থীর পরিক্ষা বাতিল করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রার অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় বহিষ্কার আদেশ দেওয়া হয়েছে।

সাব্বির হোসেন/এমআইসি 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে