Dr. Neem on Daraz
Victory Day

ডিআইইউতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


আগামী নিউজ | ডিআইইউ প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২, ২০২৩, ০৭:৩১ পিএম
ডিআইইউতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ফাইল ছবি

ঢাকাঃ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বানিজ্য মন্ত্রণালয়ের আয়োজনে বিশ্ববিদ্যালয়টির নতুন ভবনের অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক (উপ সচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এ ডব্লিউ এম আব্দুল হক। আরও উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ. এইচ. এম. সফিকুজ্জামান সহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

এসময় বক্তারা, শিক্ষার্থীদের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বিষয়ে বিভিন্ন আলোচনা করেন।

 

রাকিবুল ইসলাম/এমআইসি 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে