Dr. Neem on Daraz
Victory Day

কানাডার ভিসা না পেয়ে যা বললেন ঢাবি উপাচার্য আখতারুজ্জামান


আগামী নিউজ | ঢাবি প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৯, ২০২৩, ০৭:১০ পিএম
কানাডার ভিসা না পেয়ে যা বললেন ঢাবি উপাচার্য আখতারুজ্জামান

ফাইল ছবি

ঢাকাঃ ঢাকার কানাডিয়ান হাইকমিশনে ভিসার জন্যে আবেদন করে এক মাস পার হলেও এখনও ভিসা পাননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বলছেন, অনেকেই বিষয়টি নিয়ে অপপ্রচার করছেন। কিন্তু এটি এখনো বাতিল হয়নি, প্রসেসিংয়ে আছে। প্রথম ভিসা হলে তারা ২-৩ মাস সময় নেয়। ইয়র্ক ইউনিভার্সিটি থেকে বিষয়টা আমাদের জানানো হয়েছিল কিন্তু আমাদের ছুটি পেতে অনেক ক্লিয়ারেন্স লাগে তাই দেরি হয়ে গেল। পরে ১৫ জুনে আমরা আবেদন করলাম। তারা এখনো প্রসেসিংয়েই রেখেছে।

বুধবার (১৯ জুলাই) বিকেলে গণমাধ্যমের সঙ্গে আলাপে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, কত ধরনের অশুভ মানুষ থাকে, কত ধরনের অসৎ উদ্দেশ্য, রাজনীতি কত কিছু থাকে।  সবকিছু আমলে নেওয়ার আমাদের দরকার নেই। যথাযথ কর্তৃপক্ষ থেকে বললে তবেই না আমরা বুঝব। এজন্য যদু-মধু, রহিম-করিম কে কী বলল এগুলো সব দেখার এবং শোনার সময় আমাদের নেই।

উপাচার্যের ভিসা না পাওয়ার বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভেতরেও বাইরে নানান ধরনের আলোচনা সমালোচনা চলছে। পদাধিকার বলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কূটনৈতিক পাসপোর্টের অধিকারী হয়ে থাকেন বলে জানা গেছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের সিনিয়র এক অধ্যাপক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই সময়ের মধ্যেও ভিসা পাননি শিক্ষক হিসেবে আমি মনে করি এটা দুঃখজনক। এটার জন্য রিসেন্ট ও অতীত কর্মকাণ্ড দায়ী বলেই আমি মনে করি। এছাড়া ভিসা নীতি নিয়ে উনার বেফাঁস মন্তব্যও ভিসা না পাওয়ার কারণ হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার ক্ষেত্রে উপাচার্যের নেতিবাচক অবস্থানও বহির্বিশ্বের কাছে বিবেচ্য বিষয় বলে আমি মনে করি।

অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ (এসিইউ)’র কাউন্সিল কনফারেন্সে যোগ দিতে কানাডায় যাওয়ার কথা ছিল আখতারুজ্জামানের। অ্যাসোসিয়েশনটির সদস্য হিসেবে তিনি বুধবার (১৯ জুলাই) অনুষ্ঠিতব্য ‘অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ সিম্পোজিয়াম-২০২৩ এ অংশ নেওয়ার আমন্ত্রণ পেলেও ভিসা না পাওয়ায় সিম্পোজিয়ামে অংশ নিতে পারছেন না তিনি।

সম্প্রতি 'মার্কিন নতুন ভিসা নীতি : বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক' শীর্ষক সেমিনারে নির্বাচনকে প্রভাবিত করতেই যুক্তরাষ্ট্রের এই ভিসা নীতি বলে মন্তব্য করেছিলেন উপাচার্য। মার্কিন নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের নীল নকশা বলেও মন্তব্য করেছিলেন অধ্যাপক আখতারুজ্জামান। 

 


এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে