Dr. Neem on Daraz
Victory Day

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কৃষি শিক্ষা কোর্স চালু, ক্ষুব্ধ বাকৃবি পরিবার


আগামী নিউজ | তানিউল করিম জীম, বাকৃবি প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৪, ২০২২, ০৪:১৩ পিএম
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কৃষি শিক্ষা কোর্স চালু, ক্ষুব্ধ বাকৃবি পরিবার

ময়মনসিংহঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট পরিচালিত ৪ বছর মেয়াদি ব্যাচেলর অব সায়েন্স ইন এগ্রিকালচার (বিএসসিএজি) প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির জন্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন।  আর তাতেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক-শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীরা বিষয়টির তীব্র প্রতিবাদ জানিয়ে ক্ষুব্ধতা প্রকাশ করেন।

জানা যায়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় জুলাই- ডিসেম্বর ২০২২ এ ব্যাচেলর অব সায়েন্স ইন এগ্রিকালচারে ৫০ জন শিক্ষার্থী ভর্তির জন্যে অনলাইনে দরখাস্ত আবহান করে। ন্যূনতম ৩ সহ মোট জিপিএ ৭ (এসএসসি+এইচএসসি) থাকলেই যে কোনো শিক্ষার্থী ভর্তির জন্যে আবেদন করতে পারবেন। পরে ৫০ নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে ৫০ শিক্ষার্থীকে ভর্তির সুযোগ পাবেন। অন্যদিকে সমন্বিত কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে শিক্ষার্থী ভর্তির যোগ্যতা হিসেবে মোট (এসএসসি+এইচএসসি) জিপিএ ৮ এবং ন্যূনতম প্রতিটাতে জিপিএ ৩.৫০ থাকতে হবে বলে উল্লেখ করা হয়।

কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান এ বিষয়ে বলেন, কৃষি একটি টেকনিক্যাল বিষয়। প্রকৌশলী এবং চিকিৎসকদের পাশাপাশি এই শিক্ষায় পেশার মর্যাদা রক্ষায় আমাদের দীর্ঘ সংগ্রাম এবং ত্যাগ করতে হয়েছে। এখন এই ডিগ্রি যদি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে দেওয়া শুরু হয় তবে এই পেশার মর্যাদা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্থ হবে বলে মনে করছি। অচিরেই ভেটেরিনারি, ফিশারিজ, অ্যানিম্যাল হাজবেন্ড্রি নামেও ডিগ্রি চালু করবেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন। বাংলাদেশ ভরে যাবে নানা রকমের কৃষিবিদে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কি এমবিবিএস এবং ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি চালু করতে পারবে? আমি একজন ক্ষুদ্র মানুষ। তবে আশঙ্কা করছি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যম এই ডিগ্রি চালু হলে কৃষি শিক্ষার মান ও কৃষিবিদদের মর্যাদা অচিরেই ভুলুণ্ঠিত হবে। কৃষি শিক্ষার সর্বনাশ রোধে কৃষি বিশ্ববিদ্যালয় ও পেশাজীবী নেতৃবৃন্দের প্রতি এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।

বাকৃবি কৃষি অনুষদ ছাত্র সমিতির সহ-সভাপতি (ভিপি) তারিক জামান জয় বলেন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কিভাবে বিএসসিএজি ডিগ্রি চালু করতে পারে সেটি আমার বোধগম্য নয়। আমি কৃষি অনুষদ সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বিষয়টির তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। আমরা শীঘ্রই একটি মানববন্ধন করবো যেন এমন ডিগ্রি চালুর বিজ্ঞপ্তি সরিয়ে নেওয়া হয়। এরপরেও কোনো ব্যবস্থা গ্রহণ না করলে কঠোর আন্দোলনে যাবো। আমরা কোনোভাবেই কৃষি শিক্ষার মান নষ্ট হতে দিবো না। 

কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজিজুল হক বলেন, আমি বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসানের সাথে কথা বলেছি। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে একটি প্রতিবাদ লিপি দেওয়া হবে বলে জানিয়েছেন বাকৃবি উপাচার্য।

তানিউল করিম জীম/এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে