Dr. Neem on Daraz
Victory Day

বাকৃবিতে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধন


আগামী নিউজ | বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, বাকৃবি প্রকাশিত: মে ২৮, ২০২২, ০৪:২৫ পিএম
বাকৃবিতে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধন

ময়মনসিংহঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন এন্ড রিসার্চের (বিএসভিইআর) দুই দিনব্যাপী ২৮ তম বার্ষিক আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত হয়। শনিবার (২৮ মে) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডিন অফিসে ওই বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। বিএসভিইআরের সভাপতি অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মকবুল হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মনজুর মোহাম্মদ শাহজাদা, কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাস, রেনেটা গ্রুপের প্রাণীস্বাস্থ্য বিভাগের পরিচালক মো. সিরাজুল হক। সঞ্চালনয় ছিলেন বিএসভিইআর এর সেক্রেটারি, মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. তানভীর রহমান।

এছাড়া বিএসভিইআর এর ২৮ তম সম্মেলনের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবদুল আউয়াল, সদস্য সচিব অধ্যাপক ড. মুহাম্মদ ইলিয়াছুর রহমান ভূঁইয়া, ফিজিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. আফরিনা মুস্তারিসহ ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাপানের কেগোসিমা বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের যুগ্ম ডিন নাওকি মিউরা।

অনুষ্ঠানে বক্তারা কোভিড ১৯ পরবর্তী সময়ে প্রাণী স্বাস্থ্য সুরক্ষা ও সঠিক সময়ে টিকাদানের উপর গুরুত্বারোপ করেন।

বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের সূচনালগ্ন থেকে ভেটেরিনারি অনুষদ দেশের পশু চিকিৎসা, প্রাণীসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। করোনাকালীন সময়েও ভেটেরিনারিয়ানগণ নিরলসভাবে সেবা দিয়েছে। আমি এই সম্মেলনের সাফলতা কামনা করছি।

প্রসঙ্গত, এবছর সম্মেলনের প্রতিপাদ্য বিষয় হলো ‘প্রাণিসম্পদ খাতে কোভিড-১৯ এর প্রভাব ও প্রতিকার’। দুই দিনব্যাপী সম্মেলনে দশটি বৈজ্ঞানিক সেশন অনুষ্ঠিত হবে। এতে মোট ৮০ টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। ২৯ মে (রবিবার) বিকাল ৬ টায় সম্মেলনের সমাপনী অনুষ্ঠিত হবে।

তানিউল করিম জীম/এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে