ঢাকাঃ মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তৃতীয় বর্ষের (৪৮ ব্যাচ) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। প্রতিনিয়তই লড়ে যাচ্ছেন মৃত্যুর সাথে।
যে চোখ স্বপ্নে বিভোর থাকার কথা, সেখানেই আজ মৃত্যুর বিভীষিকা। স্বপ্নের সিঁড়ি বেয়ে উপরে উঠার আগেই মহাকালের গর্ভে নিজেকে সোপর্দ করার দিকে এগিয়ে যাচ্ছে আশিকুর৷
তার মধ্যে বাঁচার তীব্র আকুতি৷ কিন্তু পিতৃহীন ও নিম্নবিত্ত পরিবারের মেধাবী শিক্ষার্থী আশিকের একটি কিডনি ১০০%, অপরটি ৯৮% বিকল।
আশিকুরের মা তার নিজের কিডনি দিয়েছেন ছেলেকে। কিন্ত দেহে প্রতিস্থাপন খরচ দশ লাখ টাকা। তাই আর্থিক দুরবস্থার জন্য কিডনি প্রতিস্থাপন সম্ভব হচ্ছেনা। নিরুপায় হয়ে আশিকুরকে বাঁচাতে সবার সহযোগীতা চেয়েছেন তার পরিবার, বন্ধু ও সহপাঠীরা৷
আশিকুরকে সাহায্য পাঠানোর ঠিকানা:
হিসাবের নাম : আশিকুর রহমান
(হিসাব নং- ০২২০০০১৩৩৭০২০৩)
শরিফ (অর্থনীতি--৪৮)-০১৯৬৭৬৫২৩২২(বিকাশ)
ওবায়েদ (অর্থনীতি -৪৮)- ০১৬৯০২৭৭৮২৮ (বিকাশ)
বায়েজীদ হাসান/এমএম