পটুয়াখালীঃ ২২ ফেব্রুয়ারী স্কাউটসের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল (বিপি) এর জন্মদিন ও স্কাউট দিবস উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার ও গার্ল- ইন- রোভার স্কাউট ইউনিট বিভিন্ন কর্মসূচি পালন করেন।
দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল র্যালি,ব্লাড গ্রুপ শনাক্ত(বাঁধন পবিপ্রবি ইউনিটের সহায়তায়), ক্যাম্পাস ক্লিনিংসহ বিভিন্ন প্রতিযোগিতা ও সংস্কৃতিক অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু। এছাড়াও উপস্থিত ছিলেন বি.এ অনুষদের ডিন জাকির হোসেন, ইএসডিএম অনুষদের ডিন অধ্যাপক ড. আহম্মেদ পারভেজ, ইউনিট লিডার ও ডেপুটি রেজিস্ট্রার আমিনুল ইসলাম টিটু, সহকারী অধ্যাপক মাওয়া সিদ্দিকা।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় পবিপ্রবি ছাত্র শিক্ষক কেন্দ্র থেকে একটি র্যালি বের হয়ে ক্যাম্পাস বিভিন্ন সড়কে প্রদক্ষিন করে প্রশাসনিক ভবনের সামনে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন পবিপ্রবি রোভার স্কাউটের সম্পাদক মুহাম্মদ আবু হানিফ। র্যালি শেষে ক্যাম্পাস পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে রোভার স্কাউটস ইউনিট, পবিপ্রবি। বিকাল ৩ টায় সংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।
পবিপ্রবি রোভার স্কাউটের সম্পাদক মুহাম্মদ আবু হানিফ সাংবাদিকদের বলেন,"বি.পি এর জন্মদিনে সকলে রোভার স্কাউটের সাথে যুক্ত হয়ে দেশের সেবায় এগিয়ে আসি এবং সুন্দর ও শৃঙ্খলিত জীবন গঠন করি।"
ছাত্র নেতা রেজওয়ানা হিমেল বলেন,"লর্ড ব্যাডেন পাওয়েল এর জন্মদিনে তার জীবনআদর্শ থেকে আমাদের সময়ানুবর্তিতা, সেচ্ছাসেবা ও দেশপ্রেমে উদ্ধত হবার আদর্শ সবার ভিতরে ধারন ও লালন করতে হবে।"
প্রসঙ্গত, বাংলাদেশের জাতীয় স্কাউটিং সংস্থা। স্কাউটিং হল একটি আন্দোলন যার কাজ আনন্দের মধ্য দিয়ে শিক্ষা দান। এর মাধ্যমে একজন ছেলে বা মেয়ে সুনাগরিক হিসেবে গড়ে ওঠে। স্কাউটিং এর মধ্যে লুকিয়ে থাকে অপার আনন্দ যার স্বাদ নিতে হলে যোগদান করতে হবে এই আন্দোলনে। ১৯০৭ সালে রবার্ট স্টিফেন্সন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অফ গিলওয়েল সংক্ষেপে বি.পি এই আন্দোলনের শুরু করেন।
আগামীনিউজ/এমবুইউ