Dr. Neem on Daraz
Victory Day

ইবিতে ‘আউটকাম বেইসড অ্যাডুকেশন কারিকুলাম’ বিষয়ক কর্মশালা


আগামী নিউজ | ইবি প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২২, ০৪:১৪ পিএম
ইবিতে ‘আউটকাম বেইসড অ্যাডুকেশন কারিকুলাম’ বিষয়ক কর্মশালা

কুষ্টিয়াঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘আউটকাম বেইসড অ্যাডুকেশন কারিকুলাম অন বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন্স ফ্রেমওয়ার্ক  (বিএনকিউএফ) অব বাংলাদেশ অ্যাক্রেডেটেশন কাউন্সিল (ব্যাক) ফর বিজনেস স্কুল’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০২ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র সেমিনার কক্ষে ইনস্টিটিউট অব কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি’র) উদ্যোগে দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া। কর্মশালায় চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ জহুর বাংলাদেশের জাতীয় যোগ্যতাকাঠামোর উপর বাংলাদেশের অ্যাক্রেডিটেশন কাউন্সিলের ব্যবসায় শিক্ষা সংক্রান্ত ফলাফল ভিত্তিক শিক্ষা কারিকুলাম বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাঃ মনিরুজ্জামান। বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ মোহব্বত হোসেন। দিনব্যাপী এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষকবৃন্দ অংশগ্রহন করেন।

আগামীনিউজ/বুরহান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে