Dr. Neem on Daraz
Victory Day

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি জাতীয় বিতর্কে বিজয়ী


আগামী নিউজ | ডিআইইউ প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২২, ০২:১০ পিএম
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি জাতীয় বিতর্কে বিজয়ী

ঢাকাঃ জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে 'নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের পদক্ষেপ' বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আয়োজিত প্রতিযোগিতামূলক ''ছায়া সংসদ’ বিতর্ক প্রতিযোগিতা ‘ইউসিবি পাবলিক পার্লামেন্টে’ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। প্রতিদ্বন্দ্বিতামূলক এ প্রতিযোগিতায় রানার-আপ হয়েছে ব্রাক ইউনিভার্সিটি।

শনিবার (২৯ জানুয়ারি ) সকাল ১১টায় ডিবেট ফর ডেমোক্রেসি ও এটিএন বাংলার যৌথ আয়োজনে বাংলাদেশে চলচিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসিতে) বিতর্ক প্রতিযোগিতায় ডিবেট ফর ডেমোক্রেসির সভাপতি হাসান আহমেদ চৌধুরী কিরণের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

রেজওয়ানা করিম সারার নেতৃত্বে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'র বিজয়ী দলের মধ্যে এবারের বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দলের বিতার্কিক হিসেবে আরও অংশগ্রহণ করেন আলামিন হোসেন এবংফাহমিদা আক্তার ইমা।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত-উপাচার্য অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা এ দাপুটে জয়ের পরে বিজয়ী দলকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা বিতর্ক অঙ্গনে বরাবরই ভালো করছে। পড়াশোনার পাশাপাশি নিজেদের মেধার সর্বোচ্চ প্রয়োগে তারা বিতর্কের এই সমৃদ্ধ যাত্রাকে অটুট রেখেছে। আগামীতেও এ জয়ের ধারা অব্যাহত রাখবে বলে আমাদের বিশ্বাস।’

আগামীনিউজ/বুরহান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে