Dr. Neem on Daraz
Victory Day

নজরুল বিশ্ববিদ্যালয়ে ২ দিন ব্যাপি কুয়াশা উৎসব


আগামী নিউজ | জাককানইবি প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২২, ০৯:২৮ পিএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে ২ দিন ব্যাপি কুয়াশা উৎসব

ছবিঃ আগামীনিউজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ৫-৬ জানুয়ারি দুই দিনব্যাপী কুয়াশা উৎসব শুরু হয়েছে।‘সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে’ এই প্রতিপাদ্যকে সামনে  বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কুয়াশা উৎসবের আয়োজন করা হয়েছে।

৫ জানুয়ারী, বুধাবর  বিকেল ৬ টায় উৎসবের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। উৎসবকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠকে নানাভাবে সাজিয়ে তোলা হয়েছে।

প্রকৃতি যখন কুয়াশার চাদরে আবৃত, ঠিক তখনই দেশে ২য় বারের মতো এ ব্যতিক্রমী আয়োজন উদযাপিত হচ্ছে।

কুয়াশাকে বরণ করে নিতেই মূলত এমন উদ্যোগ বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। উৎসবকে ঘিরে ক্যাম্পাসকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। ফুটিয়ে তোলা হয়েছে গ্রামীণ পরিবেশ, গ্রামীণ ঐতিহ্য।

বর্ণাঢ্য আয়োজনে থাকছে- শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রকলা প্রদর্শনী, আলোকচিত্র প্রদর্শনী, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী, পিঠা পার্বণ উৎসব, বইমেলা, সংগীত, নৃত্য, স্ট্যান্ড-আপ কমেডি, ইনস্টুলেশন আর্ট, পারফরমেন্স আর্ট,কীর্তন এবং শিক্ষকদের অংশগ্রহণে সাহিত্য আলোচনা। আরো থাকছে হাতে তৈরি বিভিন্ন শীতবস্ত্র ও পিঠার সঙ্গে ছিল গ্রামীণ ঐতিহ্যকে দেখার এক অনন্য আয়োজন।

উৎসবকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে