Dr. Neem on Daraz
Victory Day

হাবিপ্রবিতে ২০২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তির সময়সূচি প্রকাশ


আগামী নিউজ | হাবিপ্রবি প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২১, ১০:৩০ এএম
হাবিপ্রবিতে ২০২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তির সময়সূচি প্রকাশ

ফাইল ছবি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ শিক্ষার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে। 

গতকাল ২৬ ডিসেম্বর(সোমবার) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

নির্বাচিত শিক্ষার্থীদের জিএসটি গুচ্ছভুক্ত "এ ইউনিট" এর ভর্তি কার্যক্রম ৬ জানুয়ারি সকাল ৯.৩০ হতে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং জিএসটি গুচ্ছভুক্ত "বি এবং সি ইউনিট" এর ভর্তি কার্যক্রম ৯ জানুয়ারি সকাল ৯.৩০ হতে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। 

পরবর্তীতে আসন ফাঁকা থাকা সাপেক্ষে অপেক্ষমাণ শিক্ষার্থীরা রিপোর্টিং এবং ভর্তির সুযোগ পাবে। এক্ষেত্রে রিপোর্টিং ব্যতীত অপেক্ষমাণ তালিকার কোনো শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে না।

বিজ্ঞপ্তি অনুসারে জানা যায়, ২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ২৩  জানুয়ারি অনুষ্ঠিত হবে এবং ২৪ জানুয়ারি হতে ক্লাস শুরু হবে।

উল্লেখ্য, ফলাফল জানতে হাবিপ্রবির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন (www.hstu.ac.bd)

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে