Dr. Neem on Daraz
Victory Day

ইবিতে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন বিষয়ে কর্মশালা কাল


আগামী নিউজ | ইবি প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২১, ০৩:৩৫ পিএম
ইবিতে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন বিষয়ে কর্মশালা কাল

ছবি: আগামী নিউজ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন বিষয়ে কর্মশালা আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। বিশবিদ্যালয়ের প্রশাসন ভবনের তৃতীয় তলায় সভাকক্ষে সকাল সাড়ে ৯টায় কর্মশালাটি শুরু হবে। 

মঙ্গলবার (০৭ ডিসেম্বর) দুপুরে রেজিস্ট্রার দপ্তর থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন বিষয়ে গঠিত কমিটির আহ্বায়ক, সদস্য-সচিব, সদস্য, ই-নথি বাস্তবায়নের ফোকাল পয়েন্ট এবং সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তাদের নিয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হবে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এপিএ টিমের আহবায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমানের সভাপতিত্বে  কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে থাকবেন ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করবেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে