Dr. Neem on Daraz
Victory Day

রাবিতে পলিমার প্রযুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


আগামী নিউজ | রাবি প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২১, ০৮:২৬ পিএম
রাবিতে পলিমার প্রযুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ছবি: আগামী নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রসায়ন বিভাগে 'ইন্ডাস্ট্রিয়াল এপ্লিকেশন অব পলিমার টেকনোলজি ইন দ্য কারেন্ট কনটেক্স অব বাংলাদেশ' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিভাগের ১০১নং গ্যালারিতে রসায়ন অ্যালামনাই এসোসিয়েশন এই সেমিনারের আয়োজন করেন।

সেমিনারে মূল বক্তা ছিলেন বিভাগের অন্যতম প্রাক্তন শিক্ষার্থী ড. মো. মারুফুর রহিম। তিনি আমেরিকার বিভিন্ন রাসায়নিক কোম্পানির উপদেষ্টা হিসেবে কর্মরত আছেন।

বিভাগের বর্তমান গ্রাজুয়েটদের রসায়ন বিষয়ের প্রায়গিক দিকে আগ্রহী করে তুলতে বিভাগের অ্যালামনাই এসোসিয়েশন এই সেমিনারের আয়োজন করে।

রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক হাসান আহমদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া। এতে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক সাহেদ জামান।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে