Dr. Neem on Daraz
Victory Day

জাবিতে র‌্যাগ’৪২ এর রানি পদে শোভার প্রচারণা


আগামী নিউজ | জাবি প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১২, ২০২১, ১০:০৫ পিএম
জাবিতে র‌্যাগ’৪২ এর রানি পদে শোভার প্রচারণা

ছবি: আগামী নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষের (৪২তম আবর্তন) আসন্ন ‘র‌্যাগ ডে’ তে (শিক্ষা সমাপনী অনুষ্ঠান) রানি পদে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।

শুক্রবার (১২ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র সংলগ্ন পুকুর পাড়ে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।

র‌্যাগ’৪২ এ রানি পদপ্রার্থী ফারহানা রহমান শোভা এ প্রচারণার আয়োজন করেন। তিনি প্রত্নতত্ব বিভাগের ৪২তম আবর্তনের শিক্ষার্থী। পাশাপাশি একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করে আসছেন। তার মালিকানাধীন Shova’s Style Sketch নামক একটি ফেইজবুক পেইজ রয়েছে।

অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর থিয়েটার (অডিটোরিয়াম)’ শিল্পীদের গান পরিবেশনসহ আরও বেশ কিছু সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

রানী পদপ্রার্থী ফারহানা রহমান শোভা বলেন, “করোনার কারণে আমরা বড় একটা সময় একে অপরের থেকে বিছিন্ন ছিলাম। আজকে আমার এই প্রচারণার মাধ্যমে আমরা সবাই আবার একত্র হতে পেরেছি। এতে অনেক ভালো লাগছে।”

তিনি আরও বলেন, “আগামী ২৬ নভেম্বর ‘ইন কুইন’ নির্বাচন হওয়ার পর মূল নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।”

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র‌্যাগ উৎসবের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো রাজা-রানী নির্বাচন। সাধারণত যারা ক্যাম্পাসের খুব পরিচিত মুখ বা বন্ধুমহলে উঠাবসা বেশি ও মিশুক স্বভাবের তারাই রাজা-রানী পদে দাঁড়ান। জাঁকজঁমকপূর্ণ ভাবে চলে নির্বাচনী প্রচারণা। পোস্টারিং, ক্যাম্পেইন, লিফলেট ও ভোট চাওয়ার মাধ্যমে প্রচারণার র‌্যাগের বেশ বড় একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। রাজা-রানি নির্বাচনে র‌্যাগার ব্যাচের প্রত্যেক শিক্ষার্থীই ভোটার হিসেবে গণ্য হন এবং প্রত্যেকে একজন রাজা এবং একজন রানীকে ভোট দেন।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে