জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক শাহীন মাহবুবা কবীর আর নেই। তিনি গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে ঢাকায় নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)
অধ্যাপক শাহীন মাহবুবা কবীর ইংরেজি বিভাগে অধ্যাপনা করেন। তিনি দুই বছরের বেশি সময় ক্যানসারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
তিনি বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পাঠ্যপুস্তক প্রণয়নের সঙ্গে যুক্ত ছিলেন।
এদিকে অধ্যাপক শাহীন মাহবুবা কবীরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।
প্রসঙ্গত, শাহীন মাহবুবা কবীর জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী ও শিক্ষাবিদ মেহের কবীরের বড় মেয়ে। বাবার সঙ্গে তাঁর যৌথভাবে অনূদিত ও প্রকাশিত স্যামুয়েল বেকেটের ১৫টি নাটকের একটি বই আছে।
আগামীনিউজ/নাসির