Dr. Neem on Daraz
Victory Day

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে রাজশাহী বিভাগীয় ছাত্র কল্যাণ পরিষদ


আগামী নিউজ | মকিবুল মিয়া, সরকারি বাঙলা কলেজ প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৬, ২০২১, ১০:১১ পিএম
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে রাজশাহী বিভাগীয় ছাত্র কল্যাণ পরিষদ

ছবি: আগামী নিউজ

ঢাকা বিশ্ব‌বিদ্যালয় অ‌ধিভুক্ত সরকা‌রি সাত ক‌লে‌জের ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভ‌র্তি পরীক্ষায় শিক্ষার্থীদের প্র‌য়োজনীয় নানান তথ্য দিয়ে সহযোগিতা করার ল‌ক্ষ্যে 'হেল্প ডেস্ক' স্থাপন করেছে সরকা‌রি বাঙলা ক‌লেজস্থ  'রাজশাহী বিভাগীয় ছাত্রকল্যাণ পরিষদ'।

শ‌নিবার (৬ নভেম্বর) সাত ক‌লে‌জের বিজ্ঞান অনুষ‌দের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের আসন বিন্যাস খুঁ‌জে দেওয়া, ব্যাগ, মোবাইল জমা রাখা ও মাস্ক বিতরণসহ বি‌ভিন্ন তথ্য দি‌য়ে সাহায্য ক‌রেছে ছাত্র সংগঠন‌টি।

বর্তমান সভাপতি গোলাম রব্বানী জয় বলেন,আমরা সর্বদা সাধারণ শিক্ষার্থীদের পাসে আছি এবং তাদের সাহায্যে রাজশাহী বিভাগীয় ছাত্র কল্যাণ পরিষদ সব সময় প্রস্তুত।

বর্তমান সাধারণ সম্পাদক হামিদু্ল্লাহ জিহাদ  ব‌লেন, রাজশাহী বিভাগীয় ছাত্রকল্যাণ প‌রিষ‌দের পথচলা ২০১৮ সাল থেকে। তখন থে‌কেই ‌জেলা ভি‌ত্তিক অন্যান্য ছাত্র সংগঠ‌নগু‌লোর চে‌য়ে আমা‌দের কার্যক্রম ছি‌লো বেশ প্রশংসনীয়। ভ‌র্তি ইচ্ছুক শিক্ষার্থী‌দের ব্যাগ, মোবাইল, ঘ‌ড়ি ও বই ইত্যা‌দি জমা রা‌খি,মাস্ক বিতরণ করি এবং প্র‌য়োজনীয় নানান তথ্য দি‌য়ে সাহায্য ক‌রে‌ছি। প্র‌তি বছরের মত এবা‌রের ভ‌র্তি পরীক্ষাও আমরা হেল্প ডেস্ক ব‌সি‌য়ে শিক্ষার্থী‌দের পা‌শে দাঁ‌ড়ি‌য়ে‌ছি। এছাড়াও অসহায় শিক্ষার্থী‌দের পা‌শে দাঁড়া‌নো, টিউশ‌নি, খণ্ডকা‌লিন চাক‌রি ইত্যা‌দির ব্যবস্থা এবং বন্যায় কব‌লিত মানু‌ষের সাহায্য করাসহ অন্যান্য সামা‌জিক কার্যক্র‌মে অংশগ্রহণ ক‌রে থাকি।

যুগ্ম-সাধারণ সম্পাদক মনজিল ইসলাম বলেন, প্র‌তি বছরের ন্যায় এ বছ‌রও সরকা‌রি বাঙলা ক‌লেজস্থ 'রাজশাহী বিভাগীয় ছাত্রকল্যাণ পরিষদ'র  উদ্যোগে সাত কলেজের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের সহযোগিতা ক‌রে‌ছি। তাদের সিট প্ল্যান খুঁজে দেওয়া, মোবাইল ও ব্যাগ জমা রাখাসহ নানা তথ্য দিয়ে সাহায্য করি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমা‌দের এ কার্যক্রম অব্যাহত রাখ‌বো।

এ ছাড়াও অন্যান্য জেলা ভি‌ত্তিক ছাত্র সংগঠনের ম‌ধ্যে পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ প‌রিষদ, নোয়াখালী ছাত্রকল্যাণ প‌রিষদ, ফেনী জেলা ছাত্রকল্যাণ প‌রিষদ, শ‌রীয়তপুর জেলা ছাত্রকল্যাণ প‌রিষদ, রংপুর ‌জেলা ছাত্রকল্যাণ প‌রিষদ, নর‌সিংদী জেলা ছাত্র কল্যাণ প‌রিষদ ও গাজীপুর জেলা ছাত্রকল্যাণ প‌রিষদ ভ‌র্তিচ্ছু শিক্ষার্থী‌দের সহ‌যো‌গিতায় ক‌রে‌ছে।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে