Dr. Neem on Daraz
Victory Day

ভ‌র্তি ফি কমা‌নোসহ ৭ দফা দাবী‌তে আ‌ন্দোল‌নে ব‌শেমুর‌বিপ্রবি শিক্ষার্থীরা


আগামী নিউজ | গোপালগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১, ০১:৫৫ পিএম
ভ‌র্তি ফি কমা‌নোসহ ৭ দফা দাবী‌তে আ‌ন্দোল‌নে ব‌শেমুর‌বিপ্রবি শিক্ষার্থীরা

ছবি : আগামীনিউজ

আবারো আন্দোলনে নেমেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা। সেমিস্টার ফি, হল ফি, পরিবহন ফি কমানো ও বিভাগ উন্নয়ন ফি বাতিলসহ ৭ দফা দাবি নিয়ে মঙ্গলবার সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আন্দোলন শুরু করেছেন তারা।

এছাড়াও আন্দোলনরত শিক্ষার্থীদরা আজ বুধবার সকাল ৯টা থেকে প্রশাসনিক ভবনের সামনে ২৪ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন কর‌ছে। এ‌দি‌কে, বিশ্ব‌বিদ্যাল‌য়ের প্রশাস‌নিক ও একা‌ডে‌মিক ভব‌নের মূল ফট‌কে তালা দি‌য়ে‌ছে বি‌ক্ষোভ মি‌ছিল কর‌ছে শিক্ষার্থীরা।

শিক্ষার্থী‌রা জানান, আমাদের দাবি ছিল হলের ভাড়া সাড়ে তিনশ টাকার বদলে দেড়শ টাকা করতে হবে, পরিবহন ফি ৬০০ টাকার বদলে ৩০০ টাকা করতে হবে, ডিপার্টমেন্ট উন্নয়ন ফি ১৫০০ টাকা বাতিল করতে হবে। এমন অগণিত ফি রয়েছে যা শিক্ষাকে পণ্য বানিয়ে ফেলেছে, সে সব বাতিল করতে হবে। এর আগে রেজিস্ট্রেশনের তারিখ দিলে আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ৭ দফা দাবিসহ একটি স্মারকলিপি জমা দিয়েছিলাম। কিন্তু আমাদের হেয় প্রতিপন্ন করে, আমাদের অবজ্ঞা করে কর্তৃপক্ষ তার পরের দিনই আবার বর্ধিত ফিসহ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাই এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ফিরে যাব না। 

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ মোরাদ হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে মঙ্গলবার নতুনভাবে নির্ধারিত ফি সমূহ প্রকাশ করা হয়।

আগামীনিউজ/নাসির

 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে