Dr. Neem on Daraz
Victory Day

জাবিতে শৌচাগার থেকে লাশ উদ্ধার


আগামী নিউজ | জাবি প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৩, ১০:৪১ পিএম
জাবিতে শৌচাগার থেকে লাশ উদ্ধার

ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় মসজিদের শৌচাগার থেকে দানিছুর রহমান নামে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।


বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) আশুলিয়া থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে।

জানা যায়, দানিছুর রহামান (৭০) ক্যাম্পাসের টার্জান পশেন্টের জুস দোকানী মোহাম্মদ আলীর (৩০) পিতা। দানিছুর রহমান ঢাকার লালবাগ থনার শহিদনগর তিন নম্বর গলির বাসিন্দা। তিনি ক্যাম্পাস সংলগ্ন কলাবাগানে তার ভাইয়ের বাসায় বেড়াতে এসেছিলেন।

পরিচ্ছন্নকর্মী মহিদুল ইসলাম বলেন, আমি  বিকাল সাড়ে চারটার দিকে শৌচাগার পরিষ্কার করতে যাই এবং দীর্ঘ সময় ওই টয়লেটটি বন্ধ থাকায় বাহির থেকে কয়েকবার দরজায় নাড়া দেই,  কোন সাড়া না পেয়ে প্রধান ফটকের সামনে থাকা গার্ড জাকারিয়াকে জানাই এবং তিনি আসার পর তার উপস্থিতিতে টয়লেটের উপরে থাকা ছিদ্র দিয়ে দেখি একটি লাশ পড়ে আছে।


আশুলিয়া স্মৃতিসৌধ ক্যাম্পের ইনচার্জ নুর আলম মিয়া বলেন, আমরা খোঁজ পেয়ে শৌচাগার থেকে লাশ টা উদ্ধার করি।  এখন নিয়ম অনুযায়ী ময়না তদন্ত করতে হবে, তবে তার পরিবার যদি মনে করে যে ময়না তদন্তের প্রয়োজন নেই সেটাও আইনি প্রক্রিয়া অনুযায়ী আমরা ব্যাবস্থা নেব।


বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান কর্মকর্তা সুদীপ্ত শাহিন বলেন, মসজিদের পরিচ্ছন্নকর্মী মহিদুল প্রতিদিনের মতোই মসজিদের শৌচাগার পরিষ্কার করার জন্য যায়। কিন্তু আজকে সে শৌচাগারের দরজা দীর্ঘসময় বন্ধ থাকায় নিরাপত্তা কর্মীদের  অবগত করেন। তখন আমাদের নিরাপত্তার কর্মীরা আসে এবং আশুলিয়া থানার পুলিশদের জানায় এবং তারা এসে লাশ  উদ্ধার করে।
 


সৈকত ইসলাম/এমআইসি 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে