আত্মনির্ভর পরিবার গঠন
১. অর্থনৈতিক আত্মনির্ভরতা কার্যক্রম
লক্ষ্যঃ পরিবারটি অর্থনৈতিক ভাবে আত্মনির্ভর হয়ে উঠবে ফলে আর্থিক চাহিদা পূরণের জন্য অন্যের কাছে হাত পাততে হবে না।
ক) ঋণ দান।
খ) সঞ্চয়ী দল গঠন।
গ) আয় বৃদ্ধিমূলক কর্মকান্ড।
ঘ) আয় বৃদ্ধিমূলক প্রকল্পের সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ।
ঙ) অন্যান্য ঋণ প্রদান সংস্থা হতে সুবিধা প্রাপ্তিতে যোগ্য করে গড়ে তোলা।
চ) বস্তুগত ঋণ।
ছ) দলগত তহবিল গঠন (আপদকালীন তহবিল)।
ঝ) সামাজিক বীমা পলিসি চালুকরণ।
২. সাক্ষরতা কার্যক্রম আন্দোলন
লক্ষ্যঃ পরিবারটি ব্যবহারিক ও সামাজিক শিক্ষায় শিক্ষিত হয়ে উঠবে এবং পারিবারিক ও সামাজিক ক্ষেত্রে তা প্রয়োগ করবে।
ক) সামাজিকভাবে সকলকে উদ্বুদ্ধকরণ ও সংঘবদ্ধকরণ।
খ) শিক্ষা কার্যক্রম (শিশু, কিশোর, কিশোরী এবং বয়স্ক শিক্ষা)।
গ) গ্রাম সাক্ষরতা কমিটি গঠন এবং এর মাধ্যমে সাক্ষরতা আন্দোলন গড়ে তোলা ও বাস্তবায়ন।
ঘ) ছাত্রছাত্রীদের সাক্ষরতা আন্দোলনে উদ্বুদ্ধকরণ ও সংঘবদ্ধকরণ।
ঙ) অন্যান্য সংগঠন যারা সাক্ষরতা কার্যক্রমের সাথে সরাসরি জড়িত তাদের নিকট হতে শিক্ষা উপকরণ সরবরাহ।
চ) লোককেন্দ্র (কমিউনিটি লাইব্রেরী)
ছ) সাক্ষরতা অনুশীলন।
৩. সংযোগ কার্যক্রম
লক্ষ্যঃ পরিবারটি স্থানীয় (সরকারী/ বেসরকারী) সম্পদে তাদের অধিকার সম্পর্কে সচেতন হবে এবং তা আদায়ে সক্ষম হবে।
ক) দ্বিপাক্ষিক আলাপ আলোচনার মাধ্যমে কর্মনীতি নির্ধারণ।
খ) সমমনা সংগঠনকে নিজেদের কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সংযোগ গড়ে তোলা।
গ) অন্যান্য সংগঠনের সাথে কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতা কার্যক্রম জোরদার করা।
ঘ) পরিকল্পনা প্রণয়নঃ সরকারী, বেসরকারী খাতে যেসমস্ত সুবিধাদী জনসাধারণের পাওয়ার কথা সেগুলির তথ্য সংগ্রহ করে ম্যানুয়াল প্রণয়ন এবং সে সমস্ত সুবিধাদী জনসাধারণের কাছে পৌঁছে দেয়ার জন্য কর্মকৌশল নির্ধারণ এবং সে অনুসারে বিভিন্ন তৎপরতা বাস্তবায়ন করা।
ম্যানুয়ালে এ দুইটি অংশ থাকবেঃ
- স্থানীয় বেসরকারী সম্পদ
- সরকারী সম্পদ
- এলাকাভিত্তিক (থানা, ইউনিয়ন) সমাবেশীকরণ।
কৌশল সমূহঃ
(প্রশিক্ষণ, সংঘবদ্ধকরণ, সভা-সমিতি, মিছিল, দ্বি-পাক্ষিক আলোচনা, গণনাটক, সমাবেশ ইত্যাদি)
৪. সামাজিক সাংস্ক্রিতিক চেতনা ও নেতৃত্ব বিকাশ কার্যক্রম
লক্ষ্যঃ পরিবারটি সাংস্কৃতিক দিক থেকে উদার দৃষ্টিভঙ্গি সম্পন্ন হবে এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে নেতৃত্বদানে ও নিজেদের পছন্দমত নেতৃত্ব প্রতিষ্ঠায় সক্ষম হবে।
ক) প্রশিক্ষণঃ
- সামাজিক মূল্যবোধ।
- নেতৃত্ব বিকাশ।
-রাজনৈতিক চেতনা।
-সাংস্কৃতিক চেতনা।
খ) বিনোদনঃ
- লোক নাটক।
- তথ্যচিত্র।
- নাচ।
- গান।
গ) নেতৃত্ব প্রদানে সুযোগ দেয়া।
ঘ) দলীয় সভা।
ঙ) গণপাঠাগার ও গণমিছিল কেন্দ্র।
৫. আন্তঃধর্মীয় সম্প্রীতি বিকাশ কার্যক্রম
লক্ষ্যঃ পরিবারটি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সক্ষম হবে।
- বিভিন্ন ধর্মীয় নেতাদের মত বিনিময়।
সম্প্রীতি কমিটি গঠন।
- সভা সমিতি ও সেমিনার।
- ধর্মীয় মূল্যবোধ (সম্প্রীতি) প্রশিক্ষণ।
- প্রচারণা পুস্তিকা প্রণয়ন ও প্রচারণা।
৬. নারী-পুরুষ সমতা বিকাশ কার্যক্রম
লক্ষ্যঃ পরিবারটি নারী-পুরুষ সমতাভিত্তিক প্রশিক্ষণ হবে।
( Gender Relation & Development Training)
- লোক নাটক।
- ছবি প্রদর্শন ( পাড়া ভিত্তিক)
- সামাজিক আলোচনা।
- নারী-পুরুষ যৌথ সভা।
- পারিবারিক আইন সহায়তা কার্যক্রম।
( Family Legal Aid Program)