জাতীর জন্য তাকেই দরকার

ড. নিম হাকিম সেপ্টেম্বর ২৮, ২০২৪, ১০:২৭ এএম

আলহামদুলিল্লাহ। বাংলাদেশ, দেশের ছাত্র জনতার ত্যাগ, জাতিকে নিয়ে তার স্বপ্ন, টেকসই অর্থনীতি,ফিলিস্তিনের জনগনের অধিকার,ইসরায়েলের বর্বরোচিত কর্মকাণ্ড, উন্নয়ন ও বিশ্বশান্তি প্রতিষ্ঠাসহ তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে যে ভাষন দিয়েছেন তা অতুলনীয়। গত অর্ধ-শতাব্দিতে এরকম কোন বক্তব্য কোন রাস্ট্র বা সরকার প্রধানও দিতে পেরেছেন বলে আমি শুনি বা দেখি নাই।জাতীর ক্রান্তিকালে তার মত এরকম একজন আন্তর্জাতিক ভাবে গ্রহণযোগ্য, বিচক্ষণ ও আনপ্যারালাল লিডার পাওয়া জাতির জন্য সৌভাগ্যের বিষয়। তার তিন শুন্য(০) ফর্মুলা হতে পারে ধরিত্রী রক্ষা, দারিদ্র্য দূরীকরণ ও শান্তি প্রতিষ্টার সোপান। যৌক্তিক সময় পেলে জাতি একটি নুতন বাংলাদেশ পাবে বলে আমি অন্ততঃ আশাবাদী।