যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে বাংলাদেশী নারীরা

ডেস্ক রিপোর্ট নভেম্বর ৯, ২০২০, ০৬:৪৮ পিএম

ঢাকাঃ বাংলাদেশের নারীদের বিচরন এখন সব ক্ষেত্রে। সব পেশাতে তারা পুরুষদের পাশাপাশি কাজ করছেন। দেশের রাজনীতি ছাড়াও বিদেশের রাজনীতি, যে দেশে তাদের এখন স্থায়ী বসবাস সে দেশের মূলধারার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছেন অনেকে।

ফারহানা শিফা, অ্যারিজোনার এশিয়ান প্যাসিফিক আমেরিকানস ফর ট্রাম্প ন্যাশনওয়াইড কোয়ালিশনের অ্যাডভাইজারি বোর্ড মেম্বার।

আনিকা রহমান, ভার্জিনিয়ার এএপিআই, বাইডেন-হ্যারিস কো চেয়ার এবং বাংলাদেশী ফর বাইডেন ন্যাশনাল কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর।

তারা আমাদের জানিয়েছেন কিবাহবে তারা মূলধারার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হলেন এবং দেশ-বিদেশের রাজনীতিতে নারীদের ভূমিকা নিয়ে কথা বলেছেন।

আগামীনিউজ/প্রভাত