কাপড়ের বদলে মেহেদির ব্লাউজ পরে ভাইরাল তরুণী

ডেস্ক রিপোর্ট ডিসেম্বর ২, ২০২১, ০৩:৫১ পিএম
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ নারী অঙ্গে শাড়ি যেন এক নিবিড় ভালবাসা। আর তাতে যদি সঙ্গে হয় চটকদার ব্লাউজ, তাহলে তা আর কথাই নেই! তবে সেই ব্লাউজ যদি হয় মেহেদি দিয়ে আঁকা? বুঝলেন না তো? এবারে ব্লাউজের ডিজাইনে আঁকা মেহেদি পরেই, ব্লাউজের কাজ সারলেন ভারতের এক তরুণী।  

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও একটি ভিডিতে দেখা যায়, তরুণীর মাথায় খোপা করা ও তাতে সাদা ফুল জড়ানো। সাদা শাড়ির সঙ্গে তার খয়েরি রঙের ব্লাউজ ম্যাচিং করা। কিন্তু একটু ভালো করে খেয়াল করলেই বোঝা যায় এটি কাপড়ের তৈরি নয়, বরং মেহেদির রঙে ব্লাউজের আদলে আঁকা।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া ডটকম এক প্রতিবেদনে বলেছে, কয়েকবছর আগেও মেহেদি দিয়ে শুধু হাতে ও পায়ে নকশা করা হতো। এখন ভারতজুড়ে এই বিয়ের মৌসুমে অনেক কনেই ব্লাউজ ছেড়ে এই মেহেদির নকশায় ঝুঁকছেন। তবে ভারতজুড়ে বিয়ের মৌসুমে অনেক কনেই ব্লাউজ ছেড়ে এই মেহেদির নকশার দিকে ঝুঁকছেন। গত বছরও এক নারী মেহেদির ব্লাউজ পরে ব্যাপক সমালোচনার জন্ম দেন।

আগামীনিউজ/নাসির