পেট ব্যাথা নিয়ে হাসপাতালে, এক্স-রেতে মিলল মোবাইল!

অনলাইন ডেস্ক সেপ্টেম্বর ৬, ২০২১, ১০:৪৭ পিএম
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ পেটের অসুখে কমবেশি সবাই ভুগে থাকেন। তার জন্য খেতে হয় নানবিধ পথ্য। আবার বড় আকারের ট্যাবলেট গিলতে গিয়েও অসুবিধায় পড়েন কেউ কেউ।

তবে দক্ষিণপূর্ব ইউরোপের ছোট্ট দেশ কসোভোতে এক ব্যক্তি এমন বড় বস্তু গলধঃকরণ করেছেন যা দেখে আপনার ওষুধ খেতে আর কোন অসুবিধাই হবে না। ব্রিটিশ গণমাধ্যম দ্য মিরর জানায়, কসোভোর প্রিস্টিনা শহরের ৩৩ বছরের এক ব্যক্তি আস্ত একটি মোবাইল ফোন গিলে ফেলেছিলেন।

পেটের পীড়ায় হাসপাতালে ভর্তি হলে চিকিৎসকরা ঐ রোগীর এন্ডোস্কপি আর এক্সরে পরীক্ষা করান। এতে ধরা পড়ে নোকিয়া ৩৩১০ ফোনের মতো দেখতে এল৮স্টার বিএম৯০ মডেলের ছোট্ট একটি ফোন।

আকারে প্রায় আড়াই ইঞ্চি এই চায়নিজ ফোনটি বিশ্বের ক্ষুদ্রতম ফোনগুলোর মধ্যে জনপ্রিয়। যদিও এটি কীভাবে ঐ ব্যক্তির পেটে গেল তা জানাননি তিনি।

সফল অস্ত্রোপচারের পর পেট থেকে বের করা হয় মোবাইলটি। সামাজিক মাধ্যমে চিকিৎসকদের শেয়ার করা রিপোর্টের ছবিতে দেখা যায় রোগীর পেটের মধ্যে তিন ভাগে বিভক্ত সেই ফোন। এর একটি অংশ ছিল ফোনের ব্যাটারি।

চিকিৎসকরা জানান, কোন কারণে ব্যাটারির ক্ষতিকর উপাদান নির্গত হয়ে দেহে প্রবেশ করলে মৃত্যুঝুঁকিতে পড়তেন এই রোগী। যদিও দুই ঘণ্টার অস্ত্রোপচারের মাধ্যমে ফোনটি অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন তারা। সুস্থ আছেন রোগীও।