রাতেই দেশে ফিরছেন মাহমুদউল্লারা

ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ২৭, ২০২০, ০৪:১৮ পিএম
ছবি সংগৃহীত

ঢাকা : পাকিস্তান সফরে বোরিং ফিল করছে বাংলাদেশের ক্রিকেটাররা। অন্য দেশগুলোর মতো সেখানে স্বাভাবিকভাবে চলচল করতে পারছেন না তারা। খেলা থাকলে স্টেডিযামে, না থাকলে টিম হোটেলে। এর বাহিরে কোথাও যাওয়ার সুযোগ নেই। মাত্র কয়েক দিনের ‘বন্দি’ জীবনে হাপিয়ে উঠেছে লাল সবুজ দলের খেলোয়াড়রা। তাই এক দিন আগেই দেশে ফিরছেন মাহমুদউল্লাহ, তামিম, মোস্তাফিজরা।

সোমবার (২৭ জানুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেই বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা হবে বাংলাদেশ দল। বিসিবি পরিচালক আকরাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘হোটেলে বসে থাকতে ভালো লাগছে না। জীবনটা যেন কয়েকদিনেই একঘেঁয়ে হয়ে গেছে। এ থেকে চটজলদি মুক্তি দিতে সিরিজের তৃতীয় ম্যাচ শেষ করেই লাহোর বিমানবন্দরে যাব আমরা।’ 

আকরাম খান জানান, সোমবার স্থানীয় সময় রাত ১১টায় দেশের উদ্দেশে রওনা হবেন বাংলাদেশ দল। রাত ৩টার দিকে ঢাকায় পৌঁছবেন তারা। পাকিস্তানের রাজধানীর পার্ল কন্টিনেন্টাল হোটেলে থাকছেন খেলোয়াড়রা। হোটেল থেকে স্টেডিয়াম পর্যন্ত এক কিলোমিটার নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

বুলেটপ্রুফ গাড়িতে হোটেল থেকে স্টেডিয়ামে যাতায়াত করেন খেলোয়াড়রা। তাছাড়া হোটেলে রুমের পাশে বন্দুক নিয়ে পাহারায় দেয় পাক নিরাপত্তা বাহিনীর সদস্যরা। খেলোয়াড়দের হোটেলের বাইরে যেতে দেয়া হয় না। তাই বন্দি জীবন থেকে মুক্তি পেতেই একদিন আগে ফেরার সিদ্ধান্ত হয়।

উল্লেখ্য, ভ্রমণ ক্লান্তি কমাতে চাটার্ড বিমান ভাড়া করে তামিম-মোস্তাফিজদের পাকিস্তানে পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজ শেষ হওয়ার পরের দিন ২৮ জানুয়ারি দেশে ফেরার কথা ছিল তাদের। কিন্তু নিরাপত্তার ঘোরটোপে বন্দি পরিবেশের কারণে একদিন আগেই ফিরছে দল। 

আগামীনিউজ/জেডআই