বাস্কেটবল কিংবদন্তির মৃত্যুতে শোকাচ্ছন্ন মেসি-রোনালদো

ক্রীড়া ডেস্ক জানুয়ারি ২৭, ২০২০, ১২:১৫ পিএম
ছবি সংগৃহীত

ঢাকা : হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মার্কিন কিংবদন্তি বাস্কেটবল খেলোয়াড় কোবে ব্রায়ান্ট। এ সময় আমেরিকান তারকার সঙ্গে তার কন্য জিয়ান্নাও মারা যান। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন বিশ্ব ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে শোকাবার্তা প্রকাশ করেন তারা।

রবিবার (২৬ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১০টায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কালাবাসাসে সাবেক এ বাস্কেটবল তারকার হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় কিংবদন্তি কোবি ব্রায়ান্ট ও তার ১৩ বছরের মেয়ে জিয়ান্নাসহ ব্যক্তিগত হেলিকপ্টারে অবস্থানকারী নয় সদস্যের কেউই বেঁচে নেই।

সাবেক এই বাস্কেটবল তারকার মৃত্যুতে শোকাচ্ছন্ন হয়ে পড়েছে গোটা ক্রীড়াবিশ্ব। শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব ফুটবলের দুই সেরা তারকা মেসি এবং রোনালদোর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন।

যেখানে মেসি লিখেছেন, ‘আমি ভাষা হারিয়ে ফেলেছি। কোবির পরিবার এবং বন্ধুদের জন্য আমার অনেক ভালোবাসা থাকবে। তোমার সাথে দেখা হওয়া এবং সময় কাটানো আমার কাছে অনেক বেশি কিছু ছিল। পৃথিবীর বিখ্যাত মানুষদের মধ্যে তুমি ছিলে অন্যতম!’

অপরদিকে রোনালদোও তার শেষ শ্রদ্ধা জানিয়েছেন। এক টুইটার বার্তায় তিনি জানান, ‘কোবি এবং তার মেয়ে জিয়ান্নার মৃত্যুর সংবাদ শুনে বড়ই ব্যথিত হয়েছি। সে একজন সত্যিকারের কিংবদন্তি ছিলেন এবং অনেকের কাছে ছিলেন স্বপ্নের নায়ক। তার পরিবারের প্রতি সমবেদনা এবং এই দুর্ঘটনায় নিহত সকলের পরিবারের প্রতি ভালোবাসা থাকবে। ভালো থাকবেন কিংবদন্তি!’ 

২০ বছরের ক্যারিয়ারের পুরোটা সময়জুড়ে লস অ্যাঞ্জেলেস ল্যাকার্স জার্সিতে খেলে গেছেন ক্ষণজন্মা এ বাস্কেটবল কিংবদন্তি। দলকে উপহার দিয়েছেন ৫ শিরোপা। ১৮ বার এনবিএ অলস্টার দলের সদস্য ছিলেন ব্রায়ান্ট। জিতেছেন ২ অলিম্পিক শিরোপাও।

২০০৮ সালে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছেন এনবিএর ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট অর্জন করা ব্রায়ান্ট। শুধু তাই নয়, ২০০৬-এ টরন্টো র‍্যাপচর্সের বিপক্ষে ৮১ পয়েন্ট নিয়ে সিঙ্গেল গেমে এনবিএর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার ব্রায়ান্ট। ২০১৬ সালের এপ্রিলে অবসরে যান তিনি।

২০১৮ সালে সেরা এনিমেটেড শর্টফিল্ম ডিয়ার বাস্কেটবলের জন্য অস্কার পেয়েছিলেন ব্রায়ান্ট।

আগামীনিউজ/জেডআই/এনএনআর