নেইমারের আল হিলালে বিশ্বকাপ মাতানো বোনো

ক্রীড়া ডেস্ক আগস্ট ১৮, ২০২৩, ১০:৫১ এএম

ঢাকাঃ নেইমার জুনিয়রকে দলে ভিড়িয়ে এবারের দলবদলের বাজারে আলোড়নের জন্ম দিয়েছে সৌদি ক্লাব আল হিলাল। ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসরে যাওয়ার মাধ্যমে শুরু হয়েছিল যে ধারার একে একে সে পথে পা বাড়িয়েছেন করিম বেনজেমা, সাদিও মানে, এন্তোনিও কন্তেরা। আর সবশেষ সংযোজন ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার। পিএসজি থেকে সেলেসাও তারকাকে দলে নেয়ার পর এবার মরক্কোর হয়ে বিশ্বকাপ মাতানো গোলরক্ষক ইয়াসিন বোনোকেও দলে ভিড়িয়েছে আল হিলাল।  

কাতার বিশ্বকাপে ডি গ্রুপে বেলজিয়াম, ক্রোয়েশিয়া এবং কানাডার সঙ্গে একই গ্রুপে ছিল বোনো। গ্রুপ অব ডেথ থেকে গ্রুপ পর্বের খেলা শেষেই মরক্কোর বিদায় হবে এমন ধারণাও করে রেখেছিল অনেকে। তবে সবাইকে অবাক করে দিয়ে ঠিকই পরের পর্বে নিজেদের জায়গা করে নেয় আফ্রিকান দেশটি। 

শেষ ষোলোতে স্পেনের বিপক্ষে ৩ গোলের জয়ের পর কোয়ার্টার ফাইনালেও রোনালদোর পর্তুগালওকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে তারা। এরপর সেমিফাইনালে যদিও ফ্রান্সের বাঁধা উতরাতে পারেনি তারা তবে নিজেদের রুপকথার দৌড়ে ঠিকই ডার্ক হর্স খ্যাতি কুড়িয়েছিল তারা।

বিশ্বকাপে মরক্কোর এ অবিশ্বাস্য যাত্রার পেছনে দুর্দান্ত ভূমিকা রেখেছিলেন গোলরক্ষক ইয়াসিন বোনো। গোলপোস্টের সামনে চীনের মহাপ্রাচীর হয়ে দাঁড়িয়ে ছিলেন বলেই নিজেদের কার্যসাধন করতে পেরেছিলেন আশরাফ হাকিমি-হাকিম জিয়েশরা। 

এদিকে ক্লাব ফুটবলেও বেশ সফর বোনো, খেলেছেন সেভিয়ার হয়ে। ক্লাবের হয়ে গত বছরই জিতেছেন উয়েফা ইউরোপা লিগের শিরোপা। তবে তাকে আর রাখতে চাইছেনা স্প্যানিশ ক্লাবটি। ফলে এবার তিনি পাড়ি জমাচ্ছেন সৌদিতে।

খ্যাতিমান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, তিন বছরের চুক্তিতে আল হিলালে যোগ দিচ্ছেন বোনো। আর তাকে দলে নিতে প্রায় ২৫০ কোটি টাকা খরচ খরছে আল হিলাল। গতকাল রাতেই তাকে নিজেদের ফুটবলার হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে ক্লাবটি। খুব শীঘ্রই তাকে দলে নেয়ার সকল আনুষ্ঠানিক প্রক্রিয়াও সম্পন্ন হবে বলেই জানা গেছে।  

বুইউ