আর্জেন্টিনাকে ১০ গোলে বিধ্বস্ত করে ব্রাজিলের জয়

ক্রীড়া ডেস্ক আগস্ট ১১, ২০২৩, ০২:৩৫ পিএম
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ বাংলাদেশের প্রেক্ষাপটে ফুটবল মানেই ব্রাজিল-আর্জেন্টিনা। আর যদি এই দল দুটি মুখোমুখি হয়, তাহলে তো কথাই নেই! শুধু বাংলাদেশ নয়, লাতিন আমেরিকার দেশ দুটির লড়াই ভিন্ন মাত্রা যোগ করায় এই মহারণের অপেক্ষায় থাকে গোটা ফুটবল বিশ্ব। এবার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণ দেখা গেল চলমান দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপে। তবে চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে দেখা সুখকর ছিল না আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ বিচ সকার দলের জন্য।

অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপে ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলই রয়েছে এক গ্রুপে। ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয় এই দুই দল। যেখানে আলবিসেলেস্তেদের জালে গুনে গুনে ১০ গোল দেয় সেলেসাওরা। দুর্দান্ত এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল।

১০ দলের এই টুর্নামেন্টে একই গ্রুপে ছিল ব্রাজিল-আর্জেন্টিনা। ব্রাজিল নিজেদের গ্রুপপর্বের ৪ ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে। অন্যদিকে, কেবল একটিতে জিততে পেরেছে আর্জেন্টিনা। যার ফলে গ্রুপ পর্বেই ছিটকে গেছে তারা।

ব্রাজিল ছাড়াও সেমিফাইনাল নিশ্চিত করেছে চিলি, প্যারাগুয়ে এবং কলম্বিয়া। শেষ চারে সেলেসাওদের প্রতিপক্ষ চিলি আর অপর সেমিফাইনালে মুখোমুখি লড়াইয়ে নামবে কলম্বিয়া ও প্যারাগুয়ে।  

গত ৫ আগস্ট চিলিতে পর্দা উঠেছে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপের। আগামী ১৩ আগস্ট ফাইনালের মধ্য দিয়ে আসরের সমাপ্তি হবে।

বুইউ