কোহলিদের নতুন কোচ অ্যান্ডি ফ্লাওয়ার

ক্রীড়া ডেস্ক আগস্ট ৪, ২০২৩, ০৪:০৯ পিএম

ঢাকাঃ চলতি বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ডিরেক্টর ছিলেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক অ্যান্ডি ফ্লাওয়ার। সেই ফ্লাওয়ারকেই বিরাট কোহলিদের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (আরসিবি)।

শুক্রবার (৪ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ব্যাঙ্গালুরু কর্তৃপক্ষ। প্রধান কোচ সঞ্জয় বাঙ্গারের স্থলাভিষিক্ত হবেন সাবেক এই ইংল্যান্ড কোচ।

আইপিএলে প্রতি বছর শক্তিশালী দল গড়লেও এখন পর্যন্ত শিরোপা জিততে পারেনি আরসিবি। তাই শিরোপা জিততে বেশ আগে থেকেই আগামী মৌসুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে কোহলিরা। আসন্ন মৌসুমের আগে কোচিং স্টাফে বড় ধরনের পরিবর্তন এনেছে আরসিবি।

রয়েল চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ টিম ডিরেক্টর মাইক হেসন এবং প্রধান কোচ সঞ্জয় বাঙ্গারের সঙ্গে মেয়াদ বাড়াবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী কোচ অ্যান্ডি ফ্লাওয়ারকে। তবে ফ্লাওয়ারের সঙ্গে আরসিবির দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সকে মেন্টর হিসেবে দেখা যেতে পারে।

বেঙ্গালুরুর তে আসার আগে টানা দুই মৌসুমে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের সঙ্গে কাজ করেছেন সাবেক জিম্বাবুয়ে অধিনায়ক। আইপিএলের নবীনতম দলটিকে দুইবারই প্লে-অফে তোলেন অ্যান্ডি। রাহুলদের ডিরেক্টর হওয়ার আগে প্রীতি জিনতার পাঞ্জাব কিংসের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে বর্ষীয়ান ফ্লাওয়ারের।

আন্তর্জাতিক ক্রিকেট কোচিংয়ে সফল কোচারদের একজন অ্যান্ডি ফ্লাওয়ার। ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ইংলিশ দলের প্রধান কোচ ছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার। তার কোচিংয়ে ২০১০-১১ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়ে অ্যাশেজ জিতেছিল ইংল্যান্ড। এ ছাড়া ভারতের মাটিতে স্বাগতিকদের হারিয়ে টেস্ট সিরিজ জয়ের কৃতিত্ব আছে ফ্লাওয়ারের।

বুইউ