বিশ্বকাপে কে বাংলাদেশের অধিনায়ক, জানিয়ে দিলেন বিসিবি সভাপতি

ক্রীড়া ডেস্ক জুলাই ২৩, ২০২৩, ০৮:৪৮ পিএম

ঢাকাঃ বাংলাদেশ ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল। আর ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপটা ওয়ানডে ফরম্যাটেই। সে হিসেবে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক থাকবেন তামিম ইকবালই। এটাই ছিল স্বাভাবিক হিসাব-নিকাশ।

কিন্তু সব স্বাভাবিক হিসাব-নিকাশ কিছুদিন আগে এলোমেলো হয়ে গেছে। বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে কে বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন, সে প্রশ্নও সঙ্গত কারণে উঠে গেছে। কারণটা হলো, তামিমের হঠাৎ অবসরের ঘোষণা। যদিও প্রধানমন্ত্রীর নির্দেশে তামিম অবসর থেকে ফিরে এসেছেন।

তবুও, বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক কে? প্রশ্নটা উঠেছিলো। সম্প্রতি আরও বেশি চাওর হয়েছে তামিমের একটা কথাকে ঘিরে। দুবাইয়ে সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তামিম বলেছেন, দেশে ফিরে এসে এ ব্যাপারে তিনি বোর্ডের সঙ্গে বসে সিদ্ধান্ত নিতে চান।

তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আজ জানিয়ে দিলেন, বিশ্বকাপে তামিম ইকবালই বাংলাদেশের অধিনায়ক। এতে কোনো সন্দেহ নেই।

আজ বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্যদের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিশ্বকাপে টাইগারদের অধিনায়ক সম্পর্কেও জানান বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘আমি একটা সিম্পল জিনিস বলে দেই আমাদের বিশ্বকাপের অধিনায়ক হচ্ছে তামিম। এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। তামিম যেহেতু দুইটা ম্যাচ খেলেনি, তখন লিটন অধিনায়ক ছিল। এখন যদি তামিম ফিরে আসে, তাহলে ও অধিনায়ক হবে। ও না আসলে আরেকজন হবে। আমরা তো শিওর না ও কোন ম্যাচটা খেলতে পারবে, কখন থেকে খেলতে পারবে।’

সাংবাদিকদের তিনি বলেন, ‘আপনারাই বলেন। এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। কারণ এই কথা কেন বলেছে, কোন পরিস্থিতিতে বলেছে আমি তো জানি না। তার মানে যারা ওকে ব্যায়াম দিয়েছে, তারা কি ওর ক্ষতি চায়? আমি জানি না উদ্দেশ্যটা কী বলার। দুই বছর ধরে তো ও যখন যা চাচ্ছে, চিকিৎসার জন্য দেশে-বিদেশে, যা যা বলছে আমরা সবই করছি। আমরা তো এর আগে শুনি নাই ওর অন্য কিছু আছে।’

‘এখন ও বলছে, একটা ডাক্তার দেখিয়েছে সে বলেছে ইনজেকশন দিতে হবে অথবা সার্জারি করতে হবে। ফাইন, যেটা লাগবে করবো আমরা। মানে আমরা এক পায়ে দাঁড়ানো। ওকে সুস্থ করার জন্য যা যা দরকার আমরা করতে রাজি আছি। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এ মন্তব্য কেন করেছে আমি জানি না। আমাকে কখনো বলেনি ’ 

বুইউ