নারী বিপিএল চালু করছে বিসিবি

ক্রীড়া ডেস্ক জুলাই ২৩, ২০২৩, ০৬:৩৪ পিএম
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ ভারতীয় নারী ক্রিকেট দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজটি ১-১ ব্যবধানে ড্র করেছে বাংলাদেশ। আর এ সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছে বাংলাদেশের ক্রিকেটাররা। তাই টাইগ্রেসদের জন্য ৩৫ লক্ষ টাকার পুরস্কারের ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেই সঙ্গে আরো একাধিক ঘোষণা দেন তিনি। 

আজ গণমাধ্যমের  সঙ্গে কথা বলার সময় এমন ঘোষণা দেন তিনি। ভারতের বিপক্ষে সর্বপ্রথম ওয়ানডে জয় এবং ফারজানার সেঞ্চুরিসহ ক্রিকেটারদের দুর্দান্ত খেলার জন্যই এমন পুরস্কারের ঘোষণা দিয়েছেন তিনি।  

বিসিবি সভাপতি জানান, ভারতের বিপক্ষে নারী ক্রিকেটারদের সাফল্যের জন্য পুরো দলকে ২৫ লাখ টাকা পুরস্কার দিবে বিসিবি। যারা ভালো পারফর্ম করেছে তাদের জন্য আলাদা করে ২ লাখ ও দলের সাপোর্ট স্টাফদের মিলে মোট ৩৫ লাখ টাকা বোনাস দেয়া হবে।

আলাদাভাবে সম্মান পাওয়া ক্রিকেটারদের মাঝে আছেন, দেশের পক্ষে ওয়ানডে ক্রিকেটের প্রথম ও একমাত্র নারী সেঞ্চুরিয়ান ফারজানা হক। তাকে ২ লাখ টাকা পুরস্কার দেবে বিসিবি। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আর পেসার মারুফা আক্তারও পেতে পারেন উল্লেখযোগ্য একটা অংশ।

এছাড়াও বিসিবি বস বলেন,' আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, মেয়েদের বিপিএল চালু করব।' নিগার সুলতানা জ্যোতিদের প্রশংসা করে নাজমুল হাসান পাপন আরো বলেন, ‘প্রথমদিন ম্যাচটা দেখেছিলাম মাঠে বসে। ওদিনও আমি বলেছিলাম আমি সন্তুষ্ট, খেলা দেখে হতাশ না। বলার পেছনে কারণ ছিল একটাই ভারতের মেয়েদের যে দলটা, আমাদের চেয়ে অনেক শক্তিশালী। তাদের সঙ্গে যেভাবে খেলেছে, খেলাটা আমরা হেরেছি। কিন্তু হতাশ না। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ভারত। ওরা যেমন সুযোগ সুবিধা দেয়, আমরা তেমন দিতে পারি না।’ 

‘মেয়েদের দলকে আমরা যতটা দুর্বল মনে করি। তারা কিন্তু নিজেদের এত দুর্বল মনে করে না। তারা যত শক্তিশালী প্রতিপক্ষই হোক না কেন, সাহস নিয়ে খেলে। প্রথম ওয়ানডে জিতলো, এটা তো একটা অস্বাভাবিক ব্যাপার। ভারতের সঙ্গে জেতার পর অধিনায়কের সঙ্গে কথা বলি। বলি যে তোমরা বোনাস পাবে। সামনে দুটো ম্যাচ আছে, দেখো সিরিজটা জেতা যায় কি না। আমি নিজে যে খুব বিশ্বাস করেছি তা না। তবে তোমরা খুব ভালো খেলেছো।’

বুইউ