আফগানদের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ক্রীড়া ডেস্ক জুলাই ১৪, ২০২৩, ০৪:০০ পিএম
ফাইল ছবি

ঢাকাঃ প্রথম পর্বে আফগানিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফরে সেরা সাফল্য পেয়েছিল টাইগাররা। মিরপুরে একমাত্র টেস্টে জয়ী হয়েছিল রেকর্ড রানের ব্যবধানে। এরপর দ্বিতীয় পর্বে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে জয় পেলেও প্রথম দুইটি হারায় সিরিজ খুইয়েছে তারা। আর আজ শুরু হচ্ছে সফরকারীদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। 

আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে সিলেটে আজ মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। ওয়ানডে সিরিজ হারায় আজ সংক্ষিপ্ত ফরম্যাটের এ সিরিজ নিজেদের করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে টাইগাররা। 

ম্যাচের আগের দিন গত বৃৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান জানিয়েছেন, 'টসের আগ মুহূর্ত পর্যন্ত কত ওভারের ম্যাচ হচ্ছে তা দেখেই তারপর একাদশটা ঠিক করতে পারব।' 

ঘরের মাঠে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে টাইগারদের পারফরম্যান্স বাড়তি অনুপ্রেরণা জাগাবে। টাইগার একাদশে একজন লেগ স্পিনার খেলানোর গুঞ্জন রয়েছে। যেখানে দেখা যেতে পারে আইরিশদের বিপক্ষে অভিষেক হওয়া রিশাদ হোসেনকে। 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

লিটন কুমার দাস, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

বুইউ