আশা জাগিয়েও হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক জুলাই ১৩, ২০২৩, ০৭:০৫ পিএম
ফাইল ছবি

ঢাকাঃ এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত পুরুষদের ইমার্জিং এশিয়া কাপ শুরু হয়েছে আজ। শ্রীলঙ্কায় উদ্বোধনী দিনে আজ স্বাগতিক লঙ্কান ‘এ’ দলের মুখোমুখী হয় বাংলাদেশ ‘এ’ দল। এ ম্যাচে টসে জিতে জুনিয়র টাইগারদের অধিনায়ক সাইফ হাসান ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলে ব্যাট হাতে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৪৯ রানের বিশাল সংগ্রহ পায় শ্রীলঙ্কা। ৩৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে আশা জাগিয়েও ৩০১ রানেই থামে সফরকারীদের ইনিংস। ফলে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ৪৮ রানে পরাজিত হয় বাংলাদেশ।   

শ্রীলঙ্কার দেয়া ৩৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন দুই বাংলাদেশী ওপেনার মোহাম্মদ নাইম এবং তানজিদ হাসান তামিম। এ দুজনের ৬৯ রানের ওপেনিং জুটিতেই জয়ের আশা দেখছিল বাংলাদেশ। তবে ব্যক্তিগত ২২ রানে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়ে নাইম হলে প্রথম ধাক্কা খায় বাংলাদেশ। এর মাত্র ৩ বল পরই ফিরে যান ওপেনার তামিমও। তবে সাজঘরে আগে তিনি খেলেছেন ৩৯ বলে ৫১ রানের এক ইনিংস।

তিন বলের ব্যবধানে দুই উইকেট হারানোর পর দলের হাল ধরেন জাকির হসান এবং অধিনায়ক সাইফ। এ দুজনের জুটিতে স্কোরবোর্ডে যোগ হয় আরও ৭৮ রান। ফলে সাড়ে তিনশ রানের পাহাড়সমান লক্ষ্যও টপকে যাবার সম্ভাবনা তৈরি হয় জুনিয়র টাইগারদের সামনে। এমন সময়ে দলীয় ১৫২ রানে আউট হয়ে সাজঘরে ফিরেন জাকির। এরপর দলীয় সংগ্রহে আর মাত্র দশ রান যোগ না হতেই আউট হন টাইগারদের অধিনায়কও।

অধিনায়ক সাজঘরে ফেরার আগে তার ৪৬ বলে ৫৩ রানের ইনিংসে কারণে তখনও জয়ের স্বপন বুনছিল বাংলাদেশ। এরপর মাহমুদুল হাসান জয়কে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টায় নামেন দীর্ঘ দিন পর বাংলাদেশের জার্সি গায়ে জড়ানো সৌম্য সরকার। তবে এ দুজনের জুটিতে ২৯ রান যোগ না হতেই টাইগারদের আউট হন জয়। ২০.৪ ওভারে তখনও বাংলাদেশের প্রয়োজন ১৫৯ রান।


এমন সময়ে ব্যাট হাতে মাঠে নেমে আকবর আলী শূন্য রানে আউট হয়ে ফিরে গেলে ক্রিজে সোউম্যর সঙ্গী হন শেখ মেহেদী। এ দুজন জুটি গড়ে স্কোরবোর্ডে যোগ করেন আরও ৪৮ রান। তবে দলীয় ২৩৯ রানে এসে মেহেদী আউট হলে জয়ের আশা ক্ষীণ হয়ে আসে টাইগারদের। এরপর সৌম্যও ফিরে যান স্কোরবোর্ডে আর দশ রান যোগ না হতেই। সাজঘরে ফেরার আগে তিনি করেছেন ৪২ রান। শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংস থামে ৪৮ ওভার ৩ বলে ৩০১ রানে।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ওপেনার আভিস্কা ফার্নান্দোর দুর্দান্ত ১৩৩ রানের ইনিংসে ভর করে ৩৪৯ রানের পুঁজি পায় শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে বোলিংয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন রিপন মন্ডল এবং সৌম্য সরকার।


এমআইসি