পেয়াজ পাতার বাঁশি বাজিয়ে ধোনির ‘চমক’

ক্রীড়া ডেস্ক জানুয়ারি ২৫, ২০২০, ০৫:৪৫ পিএম
ছবি সংগৃহীত

ঢাকা : বেশ কিছু দিন ধরেই মাঠের বাহিরে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ছোট্ট মেয়ে জিভার সঙ্গে দুষ্টমি করেই সময় পার করছেন ভারতকে দুই দুইটি বিশ্বকাপ জেতানো অধিনায়ক। খেলার বাহিরে থেকেও ভিন্ন এক কারণে খবরের শিরোনামে এলেন ধোনি। পেঁয়াজ পাতার বাঁশি বাজিয়ে নিজের প্রতিভার জানান দিলেন তিনি।    

সম্প্রতি রাঁচি জেএসসিএ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার তরফে পরিকাঠামোগত বেশ কিছু পরিবর্তন করা হয়। রাজ্য ক্রিকেট সংস্থার আমন্ত্রণেই অনুষ্ঠানে এসেছিলেন ধোনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। অনুষ্ঠানে হঠাৎ পেঁয়াজ পাতা দিয়ে বাঁশি বাজিয়ে সকলকে চমকে দেন ধোনি। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও ধোনির এই কর্মকাণ্ডে অবাক হয়ে যান।

পাশে থাকা হেমন্ত সোরেনও তখন গাছের পাতা দিয়ে বাঁশি বাজানোর চেষ্টা করেন। আর আশেপাশে থাকা সবাই ধোনি ও সোরেনকে উৎসাহ জোগাচ্ছেন। মুহূর্তের মধ্যে পরিবেশ হালকা হয়ে উঠল। 

গত বছর জুলাই মাসে শেষবার ভারতীয় দলের জার্সি গায়ে ধোনিকে দেখা গিয়েছে। তার পর থেকে তিনি ছুটির মেজাজে রয়েছেন। এরই মধ্যে বিসিসিআই ধোনিকে কেন্দ্রিয় চুক্তি থেকেও বাদ দিয়েছে। আর তার পর থেকেই ধোনির অবসর নিয়ে জল্পনা শুরু হয়েছে। যদিও ধোনি নিজে এখনও অবসর নিয়ে একটি কথাও বলেননি। তিনি জেএসসিএ স্টেডিয়ামে নিয়মিত ফিটনেস ট্রেনিং করে চলেছেন। 

আগামীনিউজ/জেডআই