টসে হেরে বোলিংয়ে টাইগাররা, তিন পরিবর্তন

ক্রীড়া ডেস্ক জুলাই ১১, ২০২৩, ০১:৫৫ পিএম
ফাইল ছবি

ঢাকাঃ দ্বিতীয় পর্বে আফগানিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফরে ব্যাটে-বলে জ্বলে ওঠেছে আফগান ক্রিকেটাররা। চলমান ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে তারা। আজ দুপুর ২টায় তৃতীয় এবং শেষ ওয়ানডেতে স্বাগতিকদের বিপক্ষে সাগরিকায় মাঠে নামবে তারা। আর এতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাশমত উল্লাহ শহীদি।  

প্রথম দুই ম্যাচে জয় পাওয়ায় এবারই প্রথম বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে সফরকারীরা। আজ তাই শেষ ম্যাচেও জয়ী হয়ে টাইগারদের হোয়াইট ওয়াশ করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে আফগানিস্তান। আর এ ম্যাচে রশিদ খানকে ছাড়াই খেলবে তারা। 

এদিকে ঘরের মাটিতে আফগানদের বিপক্ষে সিরিজ হারের পর আজ টাইগারদের প্রধান লক্ষ্য হোয়াইট ওয়াশ এড়ানো। আর টাইগারদের আজকের একাদশে আছে তিন পরিবর্তন। দ্বিতীয় ওয়ানডেতে পেসার তাসকিন আহমেদের বদলে ইবাদত হোসেন খেলেছেন। তবে তিনি চোটে পড়ায় আবার ফিরেছেন তাসকিন, সেই সঙ্গে আজ একাদশে আছেন স্পিনার তাইজুল ইসলামও।

বাংলাদেশ একাদশ

লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ 

রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, নাজিবুল্লা জাদরান, মোহাম্মদ নবি, জিয়া আকবর, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই ও জিয়া আকবর।

বুইউ